হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

অভাবের তাড়নায় ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা করা হয় 

সিরাজগঞ্জ প্রতিনিধি

অভাবের তাড়নায় ভ্যান ছিনতাই করতে গিয়ে ভ্যানচালক রাসেলকে (১৫) হত্যা করা হয়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সিএনজি অটোরিকশাচালক জাহাঙ্গীরকে (৩১) গ্রেপ্তার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী মোবাইল, ভ্যানের ব্যাটারি, চাবি, পাঁচ হাজার ৫০০ টাকাসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত বাঁশের লাঠি ও লুঙ্গি উদ্ধার করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার অটোরিকশাচালক শাহজাদপুর উপজেলার মণ্ডলপাড়া গ্রামের বাসিন্দা। নিহত ভ্যানচালক পাবনা জেলার ফরিদপুরের ডেমরা গ্রামের রবিউল ইসলামের ছেলে। 

পুলিশ জানায়, জাহাঙ্গীর পেশায় সিএনজি অটোরিকশাচালক। পাঁচ বছর আগে সে তার অটোরিকশাটি বিক্রি করে দেয়। এরপর রাজমিস্ত্রি কাজ শুরু করে। কিন্তু অল্প আয় দিয়ে তার সংসার চালানো কঠিন হয়ে পড়ে। 

অভাবের তাড়নায় সে ভ্যান ছিনতাইয়ের পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক গত ১ অক্টোবর জাহাঙ্গীর পাবনা জেলার ফরিদপুর থানার ডেমরা বাজারে যায় এবং টার্গেট খুঁজতে থাকে। সন্ধ্যা ৭টার দিকে সে রাসেলকে ভ্যানসহ দেখতে পায়। পরে শাহজাদপুরের চরাচিথুলিয়া মণ্ডলপাড়ায় ঘুষি (গোবরের তৈরি) নিয়ে আসার জন্য ৭০ টাকা চুক্তি করে ভ্যানে ওঠে জাহাঙ্গীর। 

এরপর উপজেলার মণ্ডলপাড়া এলাকায় এসে ভ্যান থামিয়ে রাসেলকে পাশের একটি বালুর মাঠের মধ্যে নিয়ে যায়। সেখানে পড়ে থাকা একটি বাঁশের লাঠি দিয়ে রাসেলের মাথার বাম পাশে আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। 

এরপর সে রাসেলের পরিধেয় লুঙ্গি তার গলায় পেঁচিয়ে ধরে মৃত্যু নিশ্চিত করে। পরে তার পকেট থেকে মোবাইল ও ভ্যানের চাবি নিয়ে মরদেহ পাশের ধানখেতের মধ্যে ফেলে রাখে। এরপর জাহাঙ্গীর রাস্তায় এসে ভ্যান নিয়ে পালিয়ে যায়। 

গত ৩ অক্টোবর ধানখেতে রাসেলের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। ৪ অক্টোবর রাসেলের পরিবার ফেসবুকে জানতে পেরে শাহজাদপুর থানাতে এসে মরদেহ দেখে শনাক্ত করে এবং রাসেলের বাবা রবিউল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। 

শাহজাদপুর থানা-পুলিশের একটি দল আজ বৃহস্পতিবার ভোরে উপজেলা মণ্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করে। 

অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, ‘গ্রেপ্তার জাহাঙ্গীরের বিরুদ্ধে শাহজাদপুর থানায় তিনটি চুরি মামলা রয়েছে। সে রাসেলকে হত্যা করার কথা স্বীকার করেছে।’

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড