হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় চুরির অভিযোগে সালিসে কিশোরকে মারধর, বাড়ি ফিরে মৃত্যু

বগুড়া প্রতিনিধি

বগুড়ার কাহালুতে চুরির অভিযোগে গ্রাম্য সালিসে মারধরের পর বাড়ি ফিরে পারভেজ আলম (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আজ সোমবার সন্ধ্যায় কাহালু থানায় পারভেজের মা পারভীন বেগম বাদী হয়ে তিনজনকে আসামিকে করে হত্যা মামলা করেছেন। 

গতকাল রোববার রাতে কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় এ ঘটনা ঘটেছে।

পারভেজ আলম বগুড়া সদর উপজেলার এরুলিয়া উত্তর-পূর্ব পাড়া গ্রামের বেলাল হোসেন রতনের ছেলে। সে তার পরিবারের সঙ্গে বারোমাইল এলাকায় থাকত এবং স্থানীয় একটি পেপার মিলে ট্রাকের হেলপারের কাজ করত। 

মৃতের পরিবারের বরাত দিয়ে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘শেখাহার বাসস্ট্যান্ড এলাকায় সাজ্জাদের চাতাল থেকে রড চুরি করার অভিযোগে পারভেজ নামের এক কিশোরকে নিয়ে গতকাল বেলা তিনটায় স্থানীয় ইউপি সদস্য জবিবর রহমান সালিস বৈঠক বসায়। সালিসে পারভেজকে মারধর ছাড়াও দুই হাজার টাকা জরিমানা করা হয়।’ 

ওসি আরও বলেন, ‘পরে বাড়িতে ফিরে গেলে রাত ১২টার দিকে পারভেজ বুকে ব্যথা অনুভব করে। তাকে দুপচাঁচিয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পারভেজকে সেখানে নেওয়ার পথে রাত একটার দিকে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ আজ (সোমবার) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করেছে।’ 

ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এ ঘটনায় ওই কিশোরের বাবা থানায় মামলা করেছেন। মামলার আসামি চাতালমালিক সাজ্জাদ হোসেন, ইউপি সদস্য জবিবর রহমান ও সাজ্জাদের ভাই বক্কর পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ 

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী