হোম > সারা দেশ > রাজশাহী

বাসার সামনে পশুর চামড়া রাখার প্রতিবাদ করায় হামলা 

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে বাসার সামনে কোরবানির পশুর চামড়া রাখার প্রতিবাদ করায় হামলা করেছে দুর্বৃত্তরা। গতকাল সন্ধ্যায় সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক মুন্সী সাইফুল বারী ডাবলুর বাসায় হামলার এ ঘটনা ঘটে। ঘটনায় আজ দুপুরে পাঁচজনকে আসামি করে শেরপুর থানায় হত্যাচেষ্টার মামলা হয়েছে। 

মামলাসূত্রে জানা গেছে, গতকাল আব্দুর রাজ্জাক নামে জনৈক ব্যক্তি কোরবানির পশুর চামড়া কেনেন। সেগুলো সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক মুন্সী সাইফুল বারী ডাবলুর বাসার সামনে স্তূপ করে রাখা হয়। ডাবলুর ছেলে নাহিদ আল মালেক চামড়াগুলো সরিয়ে নিতে বলায় আব্দুর রাজ্জাক ক্ষিপ্ত হন। একপর্যায়ে তাঁরা বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। স্থানীয় বাসিন্দাদের হস্তক্ষেপে বিষয়টির মীমাংসা হয়। 

কিছুক্ষণ পর আব্দুর রাজ্জাক আরও কয়েকজন চামড়া ব্যবসায়ী ও এলাকার কিছু যুবককে নিয়ে নাহিদের ওপর হামলার চেষ্টা করেন। তাঁরা মীমাংসার সময় নাহিদের পক্ষ নেওয়ায় আরও দুজনের ওপরও চড়াও হন। আত্মরক্ষার জন্য তিনজন নাহিদের বাসায় আশ্রয় নিলে সেখানেও হামলা করা হয়। খবর পেয়ে সাইফুল বারী ডাবলু লোকজন নিয়ে এগিয়ে গেলে হামলাকারীরা পিছু হটেন। 

এ বিষয়ে নাহিদ আল মালেক বলেন, ‘সন্ত্রাসীরা আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে। তাই বিকেলে থানায় মামলা করেছি। আশা করি, পুলিশ দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার করবে।’ 

তবে হামলার অভিযোগ অস্বীকার করে আব্দুর রাজ্জাক বলেন, ‘আমি প্রতি বছর ২/৩ হাজার টাকার বিনিময়ে নাহিদের অফিসের সামনে চামড়া রাখি। এবার তার জায়গা ভাড়া না নেওয়ায় সে ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করে। খবর পেয়ে আমার স্বজনেরা এগিয়ে এলে হট্টগোল বাঁধে। পরে এলাকাবাসীর হস্তক্ষেপে তা নিয়ন্ত্রণে আসে। তাকে হামলা করার অভিযোগ সত্য নয়।’

এদিকে ঘটনার খবর পেয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম ডাবলুর বাসা পরিদর্শন করেন ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। 

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা