হোম > সারা দেশ > রাজশাহী

স্ত্রীর আপত্তিকর ভিডিও ইন্টারনেটে, সাবেক স্বামীর ১০ বছরের কারাদণ্ড

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর চারঘাট উপজেলায় তালাকের পর সাবেক স্ত্রীর আপত্তিকর ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার এক ব্যক্তিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। পাশাপাশি আদালত আসামিকে ৫ লাখ টাকা জরিমানাও করেছেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। 

আসামি মো. মানিক (৪০) চারঘাট উপজেলার ঝিকড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে। ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এ তথ্য নিশ্চিত করেছেন। 

ইসমত আরা জানান, মানিকের সঙ্গে তাঁর স্ত্রীর ছয় বছর আগে বিয়ে হয়। বিয়ের সময় স্ত্রী জানতেন না স্বামী মানিকের নামে ধর্ষণ মামলাসহ আরও তিনটি মামলা রয়েছে। তাঁর আরও দুটি স্ত্রীর কথাও তিনি জানতে না। এসব নিয়ে দাম্পত্য কলহ দেখা দিলে ২০১৫ সালের ১৮ আগস্ট মানিককে তালাক দেন তাঁর তৃতীয় স্ত্রী। 

তালাক দেওয়ার পর সাবেক স্ত্রীর ধারণ করা আপত্তিকর ছবি ও ভিডিও যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন মানিক। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ২০১৬ সালের ২১ জানুয়ারি চারঘাট মডেল থানায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলা করেন। সেই মামলায় আটজনের সাক্ষ্য গ্রহণ শেষে মানিককে কারাদণ্ডের আদেশ দিলেন আদালত। রায় ঘোষণার পর আসামিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। 

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত