হোম > সারা দেশ > রাজশাহী

রামেক হাসপাতালে রেকর্ড ১৮ জনের মৃত্যু

প্রতিনিধি

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় রেকর্ড ১৮ জনের মৃত্যু হয়েছে। করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আগে কখনো এত বেশিসংখ্যক রোগী মারা যাননি। গতকাল বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এই ১৮ জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছিল। 

নতুন করে মারা যাওয়া ১৮ জনের মধ্যে ১৩ জনেরই বাড়ি রাজশাহী জেলায়। এক দিনে রাজশাহীরও এত বেশিসংখ্যক রোগী আগে কখনো মারা যাননি। এ ছাড়া ২৪ ঘণ্টায় নওগাঁর চারজন ও চাঁপাইনবাবগঞ্জের একজন মারা গেছেন। এঁদের মধ্যে রাজশাহীর সাতজন ও চাঁপাইনবাবগঞ্জের একজন করোনা পজিটিভ ছিলেন। বাকি ১০ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। 

আজ বৃহস্পতিবার সকালে হাসপাতালের এক প্রতিবেদনে মৃত্যুর এই হিসাব তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৬ জনের মধ্যে ১০ জন পুরুষ আর আটজন নারী। বয়স বিবেচনায় ৩১ থকে ৪০ বছরের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ; ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী; ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুজন পুরুষ ও তিনজন নারী এবং ষাটোর্ধ্ব চারজন পুরুষ ও দুজন নারী মারা গেছেন। 

রামেক হাসপাতালের করোনা ইউনিটে চলতি মাসে মৃত্যুর সংখ্যা ২৫৫ জনে দাঁড়াল। সর্বশেষ ১৮ জনের আগে ১, ২ ও ৭ জুন সাতজন করে, ৩ জুন ৯ জন, ৪ ও ২৩ জুন ১৬ জন, ৫, ৮, ৯ ও ১০ জুন ৮ জন করে, ৬ জুন ছয়জন, ১১ জুন ১৫ জন, ১২ জুন চারজন, ১৩, ১৬, ২০, ২১ ও ২২ জুন ১৩ জন করে, ১৪, ১৫ ও ১৮ জুন ১২ জন করে এবং ১৭, ১৮ ও ১৯ জুন ১০ জন করে মারা গেছেন। 

হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৩৫৭। বৃহস্পতিবার সকালে ৪০৪ জন রোগী ভর্তি ছিলেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিট থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৩ জন। আর নতুন করে ভর্তি হয়েছেন ৫৪ জন। এর মধ্যে রাজশাহী থেকে ৩৩ জন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ১০ জন, নাটোর থেকে চারজন, নওগাঁ থেকে ছয়জন এবং পাবনা থেকে একজন রোগী ভর্তি হয়েছেন। 

হাসপাতালে বর্তমানে রাজশাহীর ২৭২ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫৯ জন, নাটোরের ২৬ জন, নওগাঁর ৩২ জন, পাবনার ১০ জন, কুষ্টিয়ার তিনজন, চুয়াডাঙ্গার একজন এবং অন্য এলাকার আরও একজন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে নমুনা পরীক্ষায় ১৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। আর ১৮৪ জন আছেন করোনার উপসর্গ নিয়ে। তাঁদের নমুনা পরীক্ষা করা হবে। এ ছাড়া করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় করোনা ইউনিটে আছেন ৪৮ জন। 

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

ভেকু দিয়ে যুবক হত্যায় আরও একজন গ্রেপ্তার, এখনো অধরা বিএনপি নেতারা

রাজশাহীতে কলার হাটে উল্টে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’