রাজশাহীতে তিনটি ওয়ান শুটারগানসহ একজন ভ্যানচালককে গ্রেপ্তার করা হয়েছে। এই ভ্যানচালকের নাম আসাদুল হক (৪৫)। রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছি জাগিরপাড়া গ্রামে তাঁর বাড়ি।
আজ রোববার বিকেলে র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার ক্ষুদ্রজামিরা গ্রাম থেকে ওই ভ্যানচালককে গ্রেপ্তার করে। এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার।
রিয়াজ শাহরিয়ার আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসাদুল হক জানিয়েছেন, মোটা টাকার বিনিময়ে তিনি অস্ত্রগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিলেন। কার কাছ থেকে নিয়ে কোথায় যাচ্ছিলেন সে বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ নিয়ে অস্ত্র আইনে থানায় মামলা হবে।’