হোম > সারা দেশ > রাজশাহী

শাশুড়িকে শ্বাসরোধে হত্যার অপরাধে পুত্রবধূর যাবজ্জীবন 

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের সলঙ্গায় শাশুড়িকে শ্বাসরোধে হত্যার অপরাধে পুত্রবধূ নজিরন বেগমকে (৩৯) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনা শ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

আজ সোমবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ আদেশ দেন। জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

দণ্ডিত নজিরন বেগম সলঙ্গা থানার নাইমুড়ী গ্রামের শাহ আলমের স্ত্রী ও গুদারচর গ্রামের শাকের প্রামানিকের মেয়ে।

মামলার বিবরন সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের সলঙ্গা থানার নাইমুড়ী গ্রামের শাহ আলমের সঙ্গে পাশের গ্রামের নজিরন বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে নজিরন বেগমের সঙ্গে শাশুড়ী আমেনা বেগমের বনিবনা হচ্ছিল না। প্রায়ই তাঁদের মধ্যে ঝগড়া হতো। ২০০৯ সালের ১৪ সেপ্টেম্বর তাঁদের ঝগড়া বাঁধে। ওই দিন সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকার সুযোগে নজিরন বেগম শাশুড়িকে শ্বাসরোধে হত্যা করেস। এ ঘটনায় নজিরন বেগমের স্বামী শাহ আলমের ভাই সাখাওয়াত হোসেন বাদী হয়ে হত্যা মামলা করেন। সেই মামলায় ১৫ জনের সাক্ষ্য গ্রহন শেষে আদালত নজিরন বেগমকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা