হোম > সারা দেশ > বগুড়া

ইটভাটার বিষাক্ত গ্যাসে পুড়ল জমির ফসল

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুর উপজেলায় সিরাত ব্রিকস নামের একটি ইটভাটার বিষাক্ত গ্যাসে প্রায় ৮০ বিঘা জমির ফসল নষ্ট হয়েছে। আজ রোববার বিকেলে কৃষকেরা মাঠে গিয়ে এই দৃশ্য দেখতে পান। এতে তাঁদের মধ্যে ক্ষোভ এবং হতাশা দেখা দেয়। তবে ইটভাটার ম্যানেজার খলিলুর রহমানের দাবি, গ্যাসে নয়, ধোঁয়ার কারণে ফসল নষ্ট হয়েছে। 

ক্ষতিগ্রস্ত কৃষক সাহেদুল ইসলাম বলেন, ‘আমার ২ বিঘা জমির পাকা ধান পুরোটাই শেষ হয়ে গেছে। আজ রোববার সকালে জমিতে এসেও দেখেছি ধান ভালো আছে। কিন্তু বিকেলে এসে দেখি পুরো জমির ধান পুড়ে গেছে। আমার এই আবাদের ওপরে পুরো পরিবার নির্ভর করে। কোথায় আবেদন করলে সঠিক বিচার পাব, তা জানি না। তবে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ 

আরেক কৃষক শাহ আলম বলেন, ‘আমি ৪ বিঘা ধান করেছিলাম। সমস্ত ধান ইটভাটার বিষাক্ত গ্যাসে শেষ হয়ে গেছে। বুক ফেটে আমার কান্না আসছে।’ 

কৃষক জনাব আলী বলেন, ‘ভাটা থেকে কখন যে গ্যাস ছেড়েছে, তা আমি জানি না। আমার সাড়ে ৪ বিঘা জমির ধান নষ্ট হয়েছে। এখন ফকিরের মতো রাস্তায় দাঁড়িয়ে আছি, ভাটার মালিক যদি ক্ষতিপূরণ দেয়। গ্যাসে ধানের সঙ্গে পতিত জমির ঘাস পর্যন্ত পুড়ে গেছে। কৃষকের আবাদের সঙ্গে এমন অন্যায় মেনে নিতে পারছি না।’ 

ঘটনাস্থলে থাকা আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, ‘সিরাত ব্রিকস নামের ইটভাটা থেকে বিষাক্ত ধোঁয়া ছাড়ার কারণে মাঠে কমপক্ষে ৫০ জন কৃষকের প্রায় ৮০ বিঘা আবাদ নষ্ট হয়েছে। এই ইটভাটার জন্য ইউনিয়ন পরিষদ থেকে অনুমোদন নেওয়া হয়নি।’ 

সিরাত ব্রিকসের ম্যানেজার খলিলুর রহমান বলেন, ‘ইটভাটার বিষাক্ত গ্যাসে এমনটা হয়নি। ইটভাটার ধোঁয়ায় ফসলের ক্ষতি হয়েছে। ইটভাটা থাকলে এমনটা হতেই পারে।’ 

শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা