হোম > সারা দেশ > রাজশাহী

পদ্মার জালে ধরা পড়া ১৩ কেজির বাগাড় ১১ হাজারে বিক্রি 

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে এক জেলের জালে ১৩ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। মাছটি ১১ হাজার টাকায় বিক্রি হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের চকরাজাপুর উচ্চবিদ্যালয়ের নিচে পদ্মায় এই মাছটি ধরা পড়ে। পরে নদীর ধারে চুক্তিমূল্যে মাছটি কিনে নেন চকরাজাপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক তানভীর আহম্মেদ। পদ্মা নদীর ধারে এই মাছ দেখতে স্কুলের ছাত্র-ছাত্রীসহ অনেকে ভিড় করে।

কালিদাসখালী চরের জেলে হাসিনুর মন্ডল বলেন, ‘অন্যান্য দিনের মতো লোকজন নিয়ে চকরাজাপুর উচ্চবিদ্যালয়ের নিচে পদ্মায় মাছ ধরতে যাই। পদ্মার অদূরে সকালে মাছটি ধরা পড়ে জালে। পরে মাছটি চুক্তিমূল্যে ১১ হাজার টাকায় বিক্রি করি। এ বছর নিজে প্রথম একটি বড় আকারের বাগাড় মাছ পেলাম। এতে আমি অত্যন্ত খুশি।’

মাছ ক্রেতা চকরাজাপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক তানভীর আহম্মেদ বলেন, ‘পদ্মা নদীতে ধরা পড়া ১৩ কেজি ওজনের বাগাড় মাছটি ১১ হাজার টাকা দিয়ে কিনেছি।’

তানভীর আহম্মেদ বলেন, ‘আমার বাসা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়ায়। বাঘা উপজেলার পদ্মার চরে চকরাজাপুর উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা করি। পদ্মা নদীর তাজা বড় আকারের মাছ পেলে কেনার জন্য বলেন আমার খালাতো ভাই শাহিনুর রহমান। তিনি ঢাকায় থাকেন। পরে তাঁর সঙ্গে কথা বলে ১৩ কেজি ওজনের বাগাড় কিনেছি।’

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর