হোম > সারা দেশ > রাজশাহী

নাটোরে বিএনপি নেতাকে বাসায় ঢুকে কোপানোর পর গুলি 

নাটোর প্রতিনিধি

নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে। এ সময় তাঁকে কোপানোর পর গুলি করা হয় বলে দাবি করছে তাঁর পরিবার। গুরুতর আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রোববার সকালে শহরের স্টেশন বাজার কারবালা এলাকায় সাইফুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল সাড়ে ৮টার দিকে স্টেশন বাজার কারবালা এলাকার রাস্তার পাশে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে ব্রাশ করছিলেন সাইফুল ইসলাম। এ সময় ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় সদর আসনের এমপি শফিকুল ইসলাম শিমুলের অনুসারী হিসেবে পরিচিত রাশেদুল ইসলাম কোয়েলের নেতৃত্বে ৮ থেকে ১০টি মোটরসাইকেলে আসা আওয়ামী লীগের কর্মীরা তাঁকে ধাওয়া দেন। তখন সাইফুল দৌড়ে বাড়িতে ঢোকার চেষ্টা করলে তাঁকে কুপিয়ে আহত করা হয়। একপর্যায়ে তাঁকে লক্ষ্য করে গুলি করেন হামলাকারীরা।

জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু বলেন, ‘আওয়ামী লীগের কর্মীরা শোডাউন থেকে বাসায় ঢুকে সাইফুলের বাড়িতে গুলি করে। এ সময় সাইফুল গুলিবিদ্ধ হন। তাঁকে রামেকে ভর্তি করা হয়েছে। আমরা এ ঘটনার নিন্দা জানাই।’

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসমাম রমজান বলেন, ‘আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী এ ঘটনা ঘটায়নি। জেলা আওয়ামী লীগ শান্তি সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করছে।

নাটোর সদর থানার ওসি (তদন্ত) আবুল কালাম বলেন, ‘ঘটনাটি শুনেছি। বিস্তারিত জেনে পরে বলব।’

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত