রাজশাহীর পদ্মা নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর হাইটেক পার্ক সংলগ্ন পদ্মা নদী থেকে মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। তবে মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। কয়েক দিন আগে এই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাজশাহী মহানগর নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক জানান, সকালে নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে কয়েক দিন আগে তাঁর মৃত্যু হয়েছে।
ওসি জানান, মারা যাওয়া ব্যক্তির পরনে কালো প্যান্ট ছিল। এখনো তাঁর পরিচয় পাওয়া যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে। এ নিয়ে রাজশাহীর দামকুড়া থানায় একটি মামলা করা হবে।