হোম > সারা দেশ > রাজশাহী

শেয়াল মারতে পাতা ফাঁদে শিশুর মৃত্যু!

প্রতিনিধি, কাজীপুর (সিরাজগঞ্জ)

শিয়ালের হাত থেকে মুরগির খামার রক্ষা করতে পাতা বৈদ্যুতিক ফাঁদে এক শিশুর মৃত্যু হয়েছে। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার কবিহার উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির নাম সাকিবুল ইসলাম (৬)। 

জানা যায়, উত্তরপাড়া গ্রামের রহিম বক্সের ছেলে রুবেল মিয়া রাস্তার পাশে একটি মুরগির খামার গড়ে তুলেছেন। এই খামারকে শেয়ালের হাত থেকে রক্ষা করতে প্রতিদিন স্টিলের তৈরি জালে হাই ভোল্টেজের অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে শেয়াল মারার ফাঁদ পাততেন তিনি। এই জালে বিদ্যুতায়িত হয়ে ওই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সন্ধ্যায় ওই শিশুকে মৃত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। নিহত সাকিবুল উপজেলার কবিহার গ্রামের রঞ্জু মিয়ার ছেলে। 

স্থানীয় সূত্র বলছে, নিহত সাকিবুল আজ সকালে বড়শি দিয়ে মাছ ধরার জন্য বোলতার বাসা সংগ্রহ করতে বেড়িয়েছিল। এরপর সে আর বাড়ি ফেরেনি। খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধ্যায় স্থানীয়রা জালে তাকে আটকে থাকতে দেখতে পান। মৃত্যুর ঘটনার পর বিদ্যুৎ সংযোগ খুলে রেখেছেন খামারি রুবেল। 

কাজীপুর পল্লি বিদ্যুৎ অফিসের ডিজিএম আবদুল্লাহ আল আমিন জানান, শেয়াল মারার জন্য অবৈধ ওই ফাঁদ পেতেছিলেন খামারি। অবৈধ সংযোগ হয়ে থাকলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। 

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু