হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় চাকরি দেওয়ার নামে প্রতারণা, সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার ২

বগুড়া প্রতিনিধি

গ্রেপ্তার দুই ব্যক্তি। ছবি: আজকের পত্রিকা

বিভিন্ন বাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল শনিবার রাতে বগুড়া শহরের টিনপট্টি ও শাকপালা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। অভিযানে প্রতারণার বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাকপালা এলাকার তাহের আলী রঞ্জু (৪০) ও বায়েজিদ মিয়া (৩৮)। এ সময় সেনাবাহিনীতে চাকরির আশায় প্রতারণার শিকার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকার সাকিব মিয়াকে (১৮) উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে টিনপট্টি এলাকার একটি বহুতল ভবনের ফ্ল্যাটে অভিযান চালিয়ে চাকরিপ্রত্যাশী সাকিবকে উদ্ধার এবং চক্রের সদস্য বায়েজিদকে হাতেনাতে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যে শাকপালা এলাকা থেকে চক্রের অন্যতম হোতা তাহের আলী রঞ্জুকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে সাতজন চাকরিপ্রত্যাশীর আসল এইচএসসি সনদ, চারটি ব্যাংক চেক ও ১৪টি স্বাক্ষর করা ফাঁকা স্ট্যাম্প উদ্ধার করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন জানে আলম সাদিফ বলেন, চক্রটি মূলত বিভিন্ন বাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করত। কেউ নিজের যোগ্যতায় চাকরি পেলেও তা নিজেদের কৃতিত্ব বলে দাবি করে টাকা আদায় করত।

ক্যাপ্টেন আরও জানান, সম্প্রতি সেনাবাহিনী ও পুলিশে নিয়োগপ্রক্রিয়ায় অন্তত পাঁচজনকে প্রতারণার শিকার করেছেন তাঁরা, যদিও কেউই পরীক্ষায় উত্তীর্ণ হননি।

গ্রেপ্তার ব্যক্তিদের বগুড়া সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তাঁদের থানাহাজতে রাখা হয়েছে এবং আদালতে পাঠানো হবে।

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে