হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে পাসের হারে টানা ৭ বছর এগিয়ে মেয়েরা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষার পাসের হারেও ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা। টানা সাত বছর ধরে তাদের এই সফলতা বহাল রয়েছে। 

চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল আজ শুক্রবার ঘোষণা করা হয়। রাজশাহী বোর্ডে গড় পাসের হার ৮৭ দশমিক ৮৯ শতাংশ। যা গত বছরের চেয়ে বেড়েছে। তবে কমেছে জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা। 

এবার রাজশাহী বোর্ড থেকে ২ লাখ ৬ হাজার ৩০৩ জন পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের মধ্যে পাস করেছে ১ লাখ ৭৮ হাজার ৯৫৯ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৬ হাজার ৮৭৭ জন। যেখানে গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৪২ হাজার ৬১৭ জন।

ফল বিশ্লেষণ করে দেখা গেছে, এ বছর মেয়েদের পাসের হার ৯০ দশমিক শূন্য ৮ শতাংশ। আর ছেলেদের পাসের হার ৮৫ দশমিক ৮৫ শতাংশ। রাজশাহী বোর্ডে ২০১৭ সাল থেকেই পাসের হারে এগিয়ে রয়েছে মেয়েরা। এবার বোর্ডের ১৪ হাজার ৭১৩ ছাত্রী এবং ১২ হাজার ১৬৪ ছাত্র জিপিএ-৫ পেয়েছে। জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে ২০১৯ সাল থেকে এগিয়ে রয়েছে মেয়েরা। 

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এ বছর বিভাগের ৮ জেলা থেকে ২ হাজার ৬৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নিয়েছিল। এর মধ্যে একটি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। আর ১৭৮টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছে। বোর্ডের অধীন মোট ২৬৫টি কেন্দ্রে পরীক্ষা হয়। পরীক্ষা চলাকালে ১১ পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছিল। অনুপস্থিত ছিল ২ হাজার ৭০৫ জন। 

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান, বিভাগের আট জেলার মধ্যে সর্বোচ্চ পাসের হার জয়পুরহাটে। এ জেলার ৯০ দশমিক ৬২ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। সবচেয়ে কম ৮৬ দশমিক ১১ শতাংশ পাস করেছে রাজশাহী জেলায়। 

এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে ৮৬ দশমিক ৯৫ শতাংশ, নাটোরে ৮৬ দশমিক ৬৪ শতাংশ, নওগাঁয় ৮৯ দশমিক ৮৪ শতাংশ, পাবনায় ৮৬ দশমিক ৫৪ শতাংশ, সিরাজগঞ্জে ৮৮ দশমিক ৩৯ শতাংশ ও বগুড়ায় ৮৯ দশমিক ১০ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। 

পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল বলেন, রাজশাহী বোর্ডের পাসের হার সন্তোষজনক। তবে এবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা অনেক কমেছে। এটি কেন হলো তার কারণ অনুসন্ধান করে সে অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হবে।

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল