হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

কার্টনের ভেতর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কার্টনের ভেতরে অজ্ঞাত নবজাতক এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে বগুড়া-নগরবাড়ী মহাসড়ক সংলগ্ন বোয়ালিয়া বাজার এলাকার আরিফ রাইচ মিলের পাশে কার্টনের ভেতর থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি উদ্ধার করে উল্লাপাড়া মডেল থানায় নিয়ে আসা হয়।

প্রত্যক্ষদর্শী বোয়ালিয়া গ্রামের আবদুল লতিফ বলেন, রাতে শিশুটি জন্ম হওয়ার পর কে বা কারা বোয়ালিয়া রুপালি ব্যাংকের পাশে একটু কার্টনে ভর্তি করে সেখানে ফেলে রেখে গেছে। বিষয়টি পুলিশ প্রশাসনকে খতিয়ে দেখা দরকার।

উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে অজ্ঞাত ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে রাতে শিশুটি জন্ম নেওয়ার পর সেখানে কেউ ফেলে রেখে গেছে। এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে। পরে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক

সব চেষ্টা—আকুতি বিফলে, মায়ের কোলে মৃত সাজিদ