বগুড়ার শেরপুরে ট্রলির চাপায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের পৌর শহরের উলিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদুল ইসলাম (২০) শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকার মো. বাবলুর ছেলে। তিনি বগুড়া টিএমএসএস কলেজের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত জাহিদুল মোটরসাইকেলে ঢাকা-বগুড়া মহাসড়ক শাজাহানপুর থেকে শেরপুরে আসছিলেন। শেরপুর পৌর শহরের উলিপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে তিনি সড়কে ছিটকে পড়েন। তৎক্ষণাৎ বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রলি তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মোটরসাইকেলে থাকা অপরজন আহত হন। আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
শেরপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রজিবুল ইসলাম সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।