হোম > সারা দেশ > নাটোর

বড়াইগ্রামে ইউপি নির্বাচনের প্রচারণায় বাধার অভিযোগ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউপি নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আ. আলীমকে প্রচারণায় বাধা দেওয়া হয়েছে বলে প্রশাসনের বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে।

জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদনের অনুলিপি জেলা পুলিশ সুপার, জেলা নির্বাচন কর্মকর্তা, ইউএনও, রিটার্নিং অফিসারকেও পাঠানো হয়েছে।

আজ সোমবার বিকেলে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল আজাদের কর্মীদের বিরুদ্ধে এই অভিযোগ করেন আ. আলীম। 

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সকালে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পারকোল এলাকায় প্রচারণা করতে গেলে নৌকা প্রতীকের পক্ষে ৫–৬ জন বহিরাগত কর্মী আ. আলীমকে বাধা প্রদান করেন। তাঁদের বাধা প্রদান, হুমকি ও বাগ্‌বিতণ্ডা সৃষ্টির ফলে প্রচারণার পরিবেশ বিঘ্নিত হওয়ায় তিনি এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হন। 

অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে। সুষ্ঠুভাবে ভোটের পরিবেশ রক্ষায়, সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।’ 

এ দিকে অভিযোগের বিষয়ে নৌকার প্রার্থী আব্দুল্লাহ আল আজাদ দুলাল আজকের পত্রিকাকে বলেন, ‘আমার কোনো কর্মী, সমর্থক এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নাই। তারা নিজেরা দ্বন্দ্বে জড়িয়ে এ রকম ঘটনা ঘটিয়ে আমার ওপর চাপাচ্ছে।’ 

ভেকু দিয়ে যুবক হত্যায় আরও একজন গ্রেপ্তার, এখনো অধরা বিএনপি নেতারা

রাজশাহীতে কলার হাটে উল্টে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’

নাগরিকত্ব ছেড়ে যুক্তরাজ্যপ্রবাসীর মনোনয়নপত্র দাখিল, হলফনামায় নেই স্বাক্ষর

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩