হোম > সারা দেশ > রাজশাহী

ফেনসিডিলসহ গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে 

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার শহরের জানপুর ঈদগাহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বিষয়টি এতদিন গোপন থাকলেও আজ মঙ্গলবার সিরাজগঞ্জ ১ নম্বর ফাঁড়ির ইনচার্জ রাকিবুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন সদর উপজেলার মিজানুর রহমান মিজান (৩৫) ও গুনেরগাঁতী গ্রামের মানিক খান (৩৬)। এর মধ্যে মিজানুর রহমান খোকশাবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, গত শুক্রবার (২২ মার্চ) শহরের জানপুর ঈদগাহ মাঠ এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক মিজানুর রহমান মিজানসহ আটক দুজনের দেহ তল্লাশি করে ৮ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়। পরে বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় দেহ তল্লাশি করে আট বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

এদিকে ফেনসিডিল নিয়ে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে খোকশাবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

শিশু সাজিদের মৃত্যু: মামলা করবে না পরিবার, ডিসি বললেন মামলা হবে

ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর করে টাকা লুটের অভিযোগ

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির মামলায় ছাত্রদল নেতা কারাগারে

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২১ ডিসেম্বর

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন