হোম > সারা দেশ > রাজশাহী

ফেনসিডিলসহ গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে 

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার শহরের জানপুর ঈদগাহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বিষয়টি এতদিন গোপন থাকলেও আজ মঙ্গলবার সিরাজগঞ্জ ১ নম্বর ফাঁড়ির ইনচার্জ রাকিবুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন সদর উপজেলার মিজানুর রহমান মিজান (৩৫) ও গুনেরগাঁতী গ্রামের মানিক খান (৩৬)। এর মধ্যে মিজানুর রহমান খোকশাবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, গত শুক্রবার (২২ মার্চ) শহরের জানপুর ঈদগাহ মাঠ এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক মিজানুর রহমান মিজানসহ আটক দুজনের দেহ তল্লাশি করে ৮ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়। পরে বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় দেহ তল্লাশি করে আট বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

এদিকে ফেনসিডিল নিয়ে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে খোকশাবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার