হোম > অপরাধ > রাজশাহী

চাটমোহরে চাচিকে ধর্ষণের অভিযোগ ভাতিজা গ্রেপ্তার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহর উপজেলায় চাচিকে ধর্ষণের অভিযোগে ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার গ্রেপ্তারকৃত মো. মকবুল হোসেন (৩২) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে গত রোববার ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পরদিন সোমবার সন্ধ্যায় চাটমোহর থানায় গ্রেপ্তারকৃত মকবুল হোসেনের চাচি (৪৫) নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে তাঁকে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত মো. মকবুল হোসেন উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মৃত আ. কুদ্দুসের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী প্রায় ১১ বছর আগে মারা যান। স্বামী মারা যাওয়ার পর তার স্ত্রীর প্রতি নজর পড়ে মকবুল হোসেনের। দুই সন্তান নিয়ে বিধবা ওই নারী সংসার সামলাচ্ছিলেন। এ অবস্থায় মকবুল হোসেন তাঁকে নানা সময় কু-প্রস্তাব দিতে আসছিলেন। প্রায় ৫ বছর আগে একদিন ঘরে ঢুকে চাচিকে ধর্ষণের চেষ্টা করেন মকবুল। এ নিয়ে গ্রাম্য সালিসে মকবুল হোসেনকে ৪০ হাজার টাকা জরিমানাও করা হয়।

এরপর কিছুদিন চুপচাপ থাকলেও মকবুল হোসেন আবার তাঁর চাচিকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দেওয়াসহ বিয়ে করার প্রলোভন দিতে থাকেন। একপর্যায়ে তাঁর চাচি বিয়ে করতে রাজি হন। এ সুযোগে গত ৩১ জুলাই দিবাগত রাত ১১টার দিকে মকবুল তাঁর চাচির ঘরে ঢুকে ধর্ষণ করেন। এ সময় বাড়ির লোকজন তাঁদের আটক করে বিয়ের কথা বললে, মকবুল বিয়ে করতে অস্বীকৃতি জানান। পরে পুলিশে খবর দেওয়া হয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে থানায় নিয়ে আসে। সোমবার সন্ধ্যায় ভুক্তভোগী ওই নারী মকবুল হোসেনের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। আসামিকে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়