হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়া আজিজুল হক কলেজের অধ্যক্ষ ওএসডি

বগুড়া প্রতিনিধি

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ শাজাহান আলীকে ওএসডি করা হয়েছে। তাঁকে আগামী ৫ নভেম্বরের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগ দিতে বলা হয়েছে। 
 
আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। 

তবে প্রজ্ঞাপনে ওএসডির বিষয়ে কোনো কারণ উল্লেখ না থাকলেও নাম প্রকাশ না করার শর্তে কলেজের একাধিক শিক্ষক জানান, গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সরকারি আজিজুল হক কলেজের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে অধ্যক্ষ শাজাহান আলী তাঁর বক্তব্যে বগুড়া সরকারি মজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ সম্পর্কে অশালীন মন্তব্য করেন। এ ঘটনায় মজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ শিক্ষা মন্ত্রণালয়ে শাজাহান আলীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। এরপর তিন দফায় এ বিষয়ে তদন্ত করা হয়। 

এ ছাড়াও অধ্যক্ষ শাজাহান আলীর বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে বলে জানান কলেজের শিক্ষকদের অনেকে। 

এ বিষয়ে বগুড়া সরকারি মজিবুর রহমান মহিলা কলেজে অধ্যক্ষ প্রফেসর জোহরা ওয়াহিদা রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘কী কারণে প্রফেসর শাজাহান আলীকে ওএসডি করা হয়েছে তা জানি না। তবে তিনি আমার সম্পর্কে অশালীন মন্তব্য করেছিলেন এটা ঠিক।’ 

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ শাজাহান আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আমাকে ওএসডি করা হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন দেখেছি। তবে কী কারণে তা বলতে পারছি না।’

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার