হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়া আজিজুল হক কলেজের অধ্যক্ষ ওএসডি

বগুড়া প্রতিনিধি

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ শাজাহান আলীকে ওএসডি করা হয়েছে। তাঁকে আগামী ৫ নভেম্বরের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগ দিতে বলা হয়েছে। 
 
আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। 

তবে প্রজ্ঞাপনে ওএসডির বিষয়ে কোনো কারণ উল্লেখ না থাকলেও নাম প্রকাশ না করার শর্তে কলেজের একাধিক শিক্ষক জানান, গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সরকারি আজিজুল হক কলেজের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে অধ্যক্ষ শাজাহান আলী তাঁর বক্তব্যে বগুড়া সরকারি মজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ সম্পর্কে অশালীন মন্তব্য করেন। এ ঘটনায় মজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ শিক্ষা মন্ত্রণালয়ে শাজাহান আলীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। এরপর তিন দফায় এ বিষয়ে তদন্ত করা হয়। 

এ ছাড়াও অধ্যক্ষ শাজাহান আলীর বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে বলে জানান কলেজের শিক্ষকদের অনেকে। 

এ বিষয়ে বগুড়া সরকারি মজিবুর রহমান মহিলা কলেজে অধ্যক্ষ প্রফেসর জোহরা ওয়াহিদা রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘কী কারণে প্রফেসর শাজাহান আলীকে ওএসডি করা হয়েছে তা জানি না। তবে তিনি আমার সম্পর্কে অশালীন মন্তব্য করেছিলেন এটা ঠিক।’ 

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ শাজাহান আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আমাকে ওএসডি করা হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন দেখেছি। তবে কী কারণে তা বলতে পারছি না।’

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল