হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়া আজিজুল হক কলেজের অধ্যক্ষ ওএসডি

বগুড়া প্রতিনিধি

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ শাজাহান আলীকে ওএসডি করা হয়েছে। তাঁকে আগামী ৫ নভেম্বরের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগ দিতে বলা হয়েছে। 
 
আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। 

তবে প্রজ্ঞাপনে ওএসডির বিষয়ে কোনো কারণ উল্লেখ না থাকলেও নাম প্রকাশ না করার শর্তে কলেজের একাধিক শিক্ষক জানান, গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সরকারি আজিজুল হক কলেজের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে অধ্যক্ষ শাজাহান আলী তাঁর বক্তব্যে বগুড়া সরকারি মজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ সম্পর্কে অশালীন মন্তব্য করেন। এ ঘটনায় মজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ শিক্ষা মন্ত্রণালয়ে শাজাহান আলীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। এরপর তিন দফায় এ বিষয়ে তদন্ত করা হয়। 

এ ছাড়াও অধ্যক্ষ শাজাহান আলীর বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে বলে জানান কলেজের শিক্ষকদের অনেকে। 

এ বিষয়ে বগুড়া সরকারি মজিবুর রহমান মহিলা কলেজে অধ্যক্ষ প্রফেসর জোহরা ওয়াহিদা রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘কী কারণে প্রফেসর শাজাহান আলীকে ওএসডি করা হয়েছে তা জানি না। তবে তিনি আমার সম্পর্কে অশালীন মন্তব্য করেছিলেন এটা ঠিক।’ 

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ শাজাহান আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আমাকে ওএসডি করা হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন দেখেছি। তবে কী কারণে তা বলতে পারছি না।’

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত