হোম > সারা দেশ > রাজশাহী

সরকারি গাছ কেটেছেন বিএনপি নেতা, ছাত্রদল নেতার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

কেটে ফেলা কড়ইগাছ। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে। সাদেক আলী নামের এই নেতার বিরুদ্ধে এ নিয়ে গত ২৯ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সাবেক ছাত্রদল নেতা হাসানুজ্জামান পাইলট। অভিযোগের অনুলিপি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

দেওপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক পাইলট অভিযোগে উল্লেখ করেন, দেওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং ওই ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য সাদেক আলীর নেতৃত্বে ২৬ অক্টোবর সরকারি জায়গার একটি কড়ইগাছ কাটা হয়েছে। গাছটি ছিল দামকুড়া ব্রিজের ১০০ ফুট দূরে ইমামগঞ্জ এলাকায়।

এই গাছটি একটি খাড়ির (ছোট জলাশয়) পাড়ে ছিল। গাছটির আনুমানিক বাজারমূল্য ৫০ হাজার টাকা। বিষয়টি দেওপাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে অবহিত করা হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি।

কেটে ফেলা কড়ইগাছ। ছবি: আজকের পত্রিকা

তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা সাদেক আলী বলেন, ‘গোদাগাড়ীতে দলের মধ্যে দুটি গ্রুপ রয়েছে। প্রতিপক্ষ গ্রুপ রাজনৈতিকভাবে আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে। গাছ কাটার সঙ্গে আমি সম্পৃক্ত না। গাছটি কেটেছে জয় নামের এক ব্যক্তি। তবে আমার বিরুদ্ধে ইউএনওর কাছে কেন অভিযোগ করা হলো সেটি বুঝতে পারছি না।’

এ ব্যাপারে জয়কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘গাছটি আমার দোকানের ওপর পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এ কারণে সেটি কাটা হয়েছে।’

ইউএনও আবুল হায়াত বলেন, ‘বন কর্মকর্তাকে এটি তদন্তের নির্দেশ দিয়েছি। তদন্তের পর এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক