হোম > সারা দেশ > রাজশাহী

বকেয়া বেতনের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

রাজশাহী প্রতিনিধি

বকেয়া বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ও রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকেরা। আজ মঙ্গলবার সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শহীদ মিনার চত্বরে এই মানববন্ধনের আয়োজন করা হয়। ১৮ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে তাঁরা এই কর্মসূচির আয়োজন করেন। 

মানববন্ধনে শিক্ষকেরা বলেন, সরকার দেশের কারিগরি শিক্ষার হার ২০২০ সালে ২০ শতাংশ, ২০৩০ সালে ৩০ শতাংশ এবং ২০৪১ সালে ৪০ শতাংশ উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। কারিগরি শিক্ষার সম্প্রসারণ ও মানোন্নয়নের লক্ষ্যে ২০১২ ও ২০১৪ সালে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতায় চাকরির সম্পূর্ণ বিধিবিধান মেনে স্টেপ প্রকল্পের মাধ্যমে ১ হাজার ১৫ জন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে ৭৭৭ জন শিক্ষক বর্তমানে কর্মরত আছেন। প্রকল্পের মেয়াদ শেষে শিক্ষকদের সরকারের থোক বরাদ্দ খাত থেকে ২০১৯-২০২০ অর্থবছরে বেতন-ভাতা দেওয়া হয়েছে। কিন্তু ২০২০ সালের জুলাই মাস থেকে ২০২১ সালের ডিসেম্বর মাস পর্যন্ত বেতন-ভাতার ব্যবস্থা করা হয়নি। তাই এই ১৮ মাস ধরে শিক্ষকেরা খুব কষ্টে আছেন। 

শিক্ষকেরা অনতিবিলম্বে তাঁদের বেতন-ভাতা পরিশোধ করতে সরকারের কাছে দাবি জানান। মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ পলিটেকনিক টিচার্স ফেডারেশনের সভাপতি আহমেদ হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটি’র (কারিগরি শাখা) সভাপতি সুমন হায়দার, শিক্ষক মোহাম্মদ সালাউদ্দিনসহ প্রমুখ।

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত