হোম > সারা দেশ > রাজশাহী

জেলা কমিটি বাতিলের দাবিতে বগুড়ার ১৫ ছাত্রলীগ ইউনিটের দাবি

বগুড়া প্রতিনিধি

কেন্দ্রীয় কমিটির প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষিত জেলা কমিটি বাতিলের দাবি জানিয়েছেন বগুড়া জেলার ১৫টি ইউনিটের ছাত্র লীগের নেতা-কর্মীরা। আজ শনিবার বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান তাঁরা। সংবাদ সম্মেলনে জেলার ১৫ ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন বগুড়া সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ওবাইদুল্লাহ সরকার স্বপন।

লিখিত বক্তব্যে ওবাইদুল্লাহ সরকার স্বপন বলেন, গত ৭ নভেম্বর কেন্দ্রীয় কমিটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বগুড়া জেলা ছাত্রলীগের একটি কমিটি ঘোষণা করে। ত্যাগী ও একনিষ্ঠ কর্মীদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩০জনের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি দেখে শুধু ছাত্রলীগের নেতা-কর্মীই নয়, বগুড়ার সাধারণ মানুষও হতবাক হয়েছেন। তাই লাগাতার বিক্ষোভের মাধ্যমে এই কমিটি বাতিলের দাবি জানানো হয়। নেতা-কর্মীদের আন্দোলনের কারণে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়। এরপর জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ দায়িত্ব নিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দেন। তাঁদের কথায় আশ্বস্ত হয়ে আন্দোলন কর্মসূচি স্থগিত করা হয়। কিন্তু তাঁরাও সমস্যা সমাধানে ব্যর্থ হওয়ায় পুনরায় বিক্ষোভ শুরু হয় এবং ঘোষিত কমিটিকে বগুড়ায় অবাঞ্ছিত ঘোষণা করা হয় ৷ শিগশিগরই এই কমিটি বাতিল করে ত্যাগী ও যোগ্য নেতাদের সমন্বয়ে নতুন কমিটি গঠন না করা হলে আন্দোলন অব্যাহত থাকবে।

বগুড়া জেলায় ১২টি উপজেলাসহ বিভিন্ন কলেজে ছাত্রলীগের ১৯টি ইউনিট রয়েছে। এর মধ্যে আদমদীঘি ও সোনাতলা উপজেলা এবং সরকারি মজিবুর রহমান মহিলা কলেজ ও গাবতলী ডিগ্রী কলেজে কোন কমিটি নেই। বাকি ১৫ ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা আজ যৌথভাবে এই সংবাদ সম্মেলন করেন।

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত