হোম > সারা দেশ > রাজশাহী

সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুস সামাদ মাস্টার (৭২) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। গতকাল শনিবার তাড়াশ থেকে মাইক্রোবাসযোগে ঢাকায় যাওয়ার পথে গাজীপুরের কালিয়াকৈরে তেলের পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে। 

দেশিগ্রাম ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ বসাক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ রোববার সকালে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়েছে। 

আব্দুস সামাদের সফরসঙ্গী দেশিগ্রাম ইউনিয়নের আরেক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস জানান, শনিবার বিকেলে তাড়াশ থেকে ঢাকায় যাওয়ার পথে কালিয়াকৈর তেলপাম্পে গাড়ি থামালে তিনি মাগরিবের নামাজ পড়ার জন্য অজু করেন। পরে নামাজ পড়তে রাস্তা পার হয়ে মসজিদে যাচ্ছিলেন। রাস্তা পারাপারের সময় ঢাকাগামী কোচ তাঁকে চাপা দেয়। এতে তিনি মারাত্মক আহত হন। এ সময় সঙ্গে থাকা লোকজন এবং স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তাঁর মৃত্যু হয়। 

আব্দুস সামাদের বড় ছেলে মো. শরিফুল ইসলাম বলেন, শনিবার বিকেলে তাড়াশ থেকে আমার বাবা ঢাকায় যাওয়ার পথে বাস চাপায় নিহত হন। আজ রোববার বেলা ১২টায় গ্রামের বাড়ি সামাজিক কবরস্থানে বাবার মোদেহ দাফন করা হয়েছে।

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত