হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে নালা থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির কঙ্কাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে একটি নালা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে নগরীর নগরপাড়া এলাকার একটি নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ২০ থেকে ২৫ দিন আগে এই ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহে পচন ধরে কঙ্কাল হয়ে গিয়েছিল। সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। বিকেলে কয়েকটি শিশু নালাটির পাশে খেলাধুলা করছিল। এ সময় তারা মরদেহটি দেখতে পায়। বিষয়টি জানাজানি হলে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

ওসি জানান, মরদেহের কোনো পরিচয় পাওয়া যায়নি। শুধু এটি একটি পুরুষের মরদেহ তা বোঝা গেছে। আশপাশের কোনো মানুষ নিখোঁজ আছেন কি না, সে ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পদক্ষেপ নেওয়া হবে।

এটি হত্যাকাণ্ড নাকি স্বাভাবিক মৃত্যু ছিল, তা প্রাথমিকভাবে বোঝা সম্ভব হয়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে