নাটোর: নাটোরে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সাতজন মারা গেছেন। এর মধ্যে সর্বোচ্চ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) তিনজন মারা গেছেন। এ ছাড়া নাটোর সদর হাসপাতালে দুজন, লালপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে একজন করে মারা গেছেন।
নাটোর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. পরিতোষ কুমার রায় জানান, হাসপাতালে আনার পর আব্দুর রহমান (৬০) নামের একজন মারা যান। তাঁর নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। অপরদিকে মোশারফ (৫০) নামের একজন করোনা উপসর্গে মারা যান।
বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফরিদুজ্জামান জানান, ইনসার আলী (৫২) নামের একজন জ্বর, সর্দি ও কাশি নিয়ে হাসপাতালে আসেন। উন্নত চিকিৎসার জন্য স্বজনেরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রস্তুতির সময় তাঁর মৃত্যু হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানীর দেওয়া তথ্য অনুযায়ী, রামেক হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নাটোরের তিনজন রয়েছেন। এই তিনজনের একজন করোনায় এবং অপর দুজন উপসর্গে মারা গেছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নাটোরে জিন এক্সপার্ট ও অ্যান্টিজেন টেস্টে ৭৭ জনের করোনা পজিটিভ হয়েছে। ২৩৩ জনের নমুনা পরীক্ষা করে এ ফলাফল পাওয়া যায়। এ ছাড়া পিসিআর মেশিনে ১১ জনের নমুনা পরীক্ষায় সবার নেগেটিভ আসে।
এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮০৮ জন। জেলায় সংক্রমণের হার ৩৩ দশমিক ০৪ শতাংশ।