হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

দোল উৎসব শেষে যমুনা নদীতে গোসল করতে নেমে ২ কিশোর নিখোঁজ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে সকাল সূত্রধর (১৪) ও সঞ্জিত কর্মকার (১৫) নামে দুই কিশোর নিখোঁজ হয়েছে। আজ শুক্রবার দুপুর ১টার দিকে যমুনা নদীর শহরের জেলখানা ঘাট পয়েন্টে গোসল করতে নেমে এই দুই কিশোর নিখোঁজ হয়। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার ব্রিগেড। 

নিখোঁজ সকাল সূত্রধর সিরাজগঞ্জ পৌর এলাকার গোশালা মহল্লার কালু সূত্রধর এবং সঞ্জিত কর্মকার একই মহল্লার উজ্জ্বল কর্মকারের ছেলে। এরা দুজনেই শহরের সবুজ কানন হাইস্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। 

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, দোল উৎসবে আবির খেলা শেষে সিরাজগঞ্জ পৌর এলাকার গোশালা মহল্লার চার কিশোর যমুনা নদীতে গোসল করতে যায়। তারা জেলখানা ঘাট থেকে নৌকা নিয়ে মাঝ নদীতে গিয়ে গোসলের জন্য পানিতে নামে। কিন্তু দুজন নদী থেকে উঠে এলেও সকাল ও সঞ্জিত উঠে আসেনি। খবর পেয়ে ফায়ার ব্রিগেডের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। 

উপসহকারী পরিচালক আরও জানান, উদ্ধার অভিযানে অংশগ্রহণ করার জন্য রাজশাহী থেকে ডুবুরি দল ডাকা হয়েছে। বিকেল নাগাদ তারা এসে উদ্ধার অভিযানে নামবে। 

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর