হোম > সারা দেশ > রাজশাহী

রাবিতে সাঁওতাল কৃষক আত্মহত্যার প্ররোচনাকারীর শাস্তি দাবি

প্রতিনিধি, রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহীর গোদাগাড়ীতে জমিতে সেচ না পাওয়ায় দুই সাঁওতাল কৃষকের আত্মহত্যার ঘটনায় প্ররোচনাকারীর শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রাবি শাখার আহ্বায়ক রিদম শাহরিয়ারের সঞ্চালনায় ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনক বলেন, ‘বরেন্দ্র উন্নয়ন প্রকল্পের অন্তর্ভুক্ত এই পানি সেচের প্রকল্পটির দায়িত্বে থাকা সাখাওয়াত হোসেনের কাছে সেচের জন্য পানি চাইতে গেলে সাঁওতাল দুই কৃষককে পানি না দিয়ে বিষ খেতে বলেন। দুই কৃষক এই অপমান সহ্য করতে না পেরে দুঃখে বিষপান করে আত্মহত্যা করেন। এটি একটি কাঠামোগত হত্যা। আমরা পানি ব্যবস্থাপনার সুষ্ঠু সমাধান ও সাখওয়াত হোসেনকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।’ 

মানববন্ধনে রাবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি শাকিলা খাতুন বলেন, ‘রাজশাহীর গোদাগাড়ীতে জমিতে সেচের পানি না পাওয়ায় আত্মহত্যা করেছেন দুই সাঁওতাল কৃষক। স্থানীয় এক আওয়ামী লীগ নেতার প্ররোচনায় তাঁরা আত্মহত্যা করেন। সেচের দায়িত্বে ছিলেন ওই আওয়ামী লীগ নেতা। তিনি তাঁর ক্ষমতার প্রভাব খাটিয়েছেন। তাঁরা কৃষকদের জিম্মি করে মুনাফা লাভ করেন। কৃষকদের সর্বোচ্চ প্রতিবাদ তাঁরা জীবন দিয়ে করে গেছেন। আমরা এই পরিবারের ক্ষতিপূরণ এবং নিরাপত্তা দেওয়ার দাবি জানাই। পুলিশ সাখাওয়াতকে এক সপ্তাহের মধ্যেও গ্রেপ্তার করতে পারেনি। আমরা এই সিন্ডিকেট ব্যবসায়ীকে দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবি জানাই।’ 

মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে ধনেশ টুডু, মজিবুর রহমান, মার্ক বাস্কে, বিজয় চাকমা, ফরিদা ইয়াসমিন, রনজু হাসানসহ রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গত ২৩ মার্চ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমঘুটু গ্রামের দুই সাঁওতাল কৃষক অভিনাথ মারান্ডি ও রবি তাঁদের ধানের জমিতে পানি না পেয়ে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন। এ ঘটনার পর তোলপাড় শুরু হলে নলকূপ অপারেটর সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা হয়।  

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার