হোম > সারা দেশ > রাজশাহী

রাবিতে রাতের আঁধারে নির্মাণাধীন দোকানঘর ভাঙচুর

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে নির্মাণাধীন দুটি দোকান ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতের কোনো এক সময় দোকানঘর দুটি ভাঙা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র বলছে, সম্প্রতি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শীর্ষ দুই নেতা ঠিকাদারের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় এ ঘটনা ঘটানো হয়েছে। তবে ঠিকাদার এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ভেতরে ভ্রাম্যমাণ দোকানপাট তুলে দিয়ে নতুন করে দোকানপাট নির্মাণের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। তারই অংশ হিসেবে দোকান নির্মাণের কাজ চলছে। এর মধ্যে শেখ রাসেল মাঠ ও টুকিটাকি চত্বরে দোকান নির্মাণের কাজ পান ঠিকাদার রাশিদুর রহমান লুলু। গতকাল বুধবার রাতে নির্মাণাধীন দুটি দোকানঘরে ভেঙে দেওয়া হয়েছে।

এ ঘটনায় আজ সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রকৌশল দপ্তর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ঠিকাদার রাশিদুর রহমান লুলু।

লিখিত অভিযোগে তিনি বলেছেন, ‘বুধবার রাতে কে বা কারা নির্মাণাধীন দোকান ভাঙচুর করেছে। এ কারণে দোকানের নির্মাণকাজ বন্ধ রয়েছে। পুনরায় এই কাজ করতে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। তাই আর্থিক ক্ষতিপূরণ ও এ কাজে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।’

দোকান নির্মাণকাজ দেখভালের দায়িত্বে থাকা প্রকৌশলী মিনহাজুল আলম বলেন, ‘ঠিকাদার আমাকে বিষয়টি জানানোর পর সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি প্রধান প্রকৌশলীকে জানানো হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘এ-সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘ঘটনাটি সম্পর্কে অবহিত হয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বসে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে দোকানপাট নির্মাণের বিষয়টির সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক অবাইদুর রহমান। তিনি বলেন, ‘আমরা দ্রুতই তদন্ত সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেব।’

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল