হোম > সারা দেশ > নওগাঁ

নয়ন হত্যা মামলার ১৭ বছর পর আসামির যাবজ্জীবন

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় নয়ন হত্যা মামলার দীর্ঘ ১৭ বছর পর আসামি মোফাজ্জল হোসেন মোফাকে (৫৭) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

আজ বুধবার দুপুরে নওগাঁ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. মোখলেছুর রহমান এ রায় দেন। 

মোফাজ্জল হোসেন নওগাঁ সদর থানার গোয়ালী গ্রামের মৃত তাছির উদ্দিনের ছেলে। 

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন আব্দুল বাকী ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন মিজানুর রহমান। 

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় নয়ন হোসেনকে (২০) বাড়ি থেকে মোফাজ্জল হোসেন মোফাসহ কয়েকজন ডেকে নিয়ে যায়। ওই রাতে নয়ন আর বাড়িতে ফেরেনি। 

পরদিন সকাল ১০টার দিকে পাশের আন্ধারকোটা গ্রামের মাঠে গাছের নিচে একটি বস্তায় দুই পা বেরিয়ে থাকা মরদেহ পড়ে থাকার সংবাদ ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে নয়নের মা পরিনা বেওয়া সেখানে গিয়ে ছেলের মরদেহ শনাক্ত করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। ওই ঘটনায় পারি না বেওয়া বাদী হয়ে মোফাজ্জল হোসেনসহ অজ্ঞাত আরও দুজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। 

মামলা দীর্ঘ শুনানি শেষে মোফাজ্জল হোসেন যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া একই মামলায় অপর দুই আসামি শুকুর আলী ও মোর্শেদ হোসেনের সম্পৃক্ততা না পাওয়ায় তাঁদের খালাস দেন আদালত। 

আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল বাকী বলেন, দীর্ঘদিন পরে হলেও আদালতের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। বাদী পক্ষ ও তাদের পরিবার এ রায়ে সন্তুষ্ট। 

আসামি পক্ষের আইনজীবী মিজানুর রহমান বলেন, ‘তিনজনের মধ্যে আদালত দুজনকে খালাস এবং একজনের যাবজ্জীবন দিয়েছেন। মামলার এই রায়ে সন্তুষ্ট না হওয়ায় আমরা উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার