হোম > সারা দেশ > রাজশাহী

পত্রিকার এজেন্টপুত্রকে মারধর: ছাত্রলীগ নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচিতে পত্রিকার এজেন্ট দৌলত মণ্ডলের ছেলে নাবিন মণ্ডলকে মারধরের মামলায় জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে। আজ শুক্রবার দুপুরে পিবিআইএর এসপি রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

রেজাউল ইসলাম বলেন, ‘মামলাটি স্পর্শকাতর বলে অধিকতর গুরুত্ব দিয়ে দীর্ঘ পাঁচ মাস তদন্ত করা হয়েছে। এর মধ্যে আদালতে সাক্ষীদের জবানবন্দি উপস্থাপন করে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বেলকুচি আমলি আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।’

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক সোহেল রানা জানান, মণ্ডল গ্রুপের জিএম প্রকৌশলী আমিনুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাকিম মণ্ডল, বেলকুচি পৌর ছাত্রলীগের সভাপতি এএম আকতার হামিদ, বেলকুচি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সজীব হোসেনসহ ১৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেওয়া নিয়ে নাবিনকে গত বছরের ১০ জুন মারধর করা হয়। পরে এ ঘটনায় মামলা করেন নাবিন। মামলাটি প্রথমে তদন্ত করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। অভিযোগপত্রে মণ্ডল গ্রুপের জিএম প্রকৌশলী আমিনুল ইসলাম, কাউন্সিলরের ছেলে শাহাদত হোসেন, পৌর ছাত্রলীগ সভাপতি আকতার হামিদের নাম বাদ দেওয়া হয়। 

পরে অভিযোগপত্রের বিষয়ে আদালতে নারাজি আবেদন করেন নাবিন। এরপর আদালত মামলাটির পুনঃতদন্তের দায়িত্ব দেন পিবিআইকে। পিবিআই মামলাটি তদন্ত করে গতকাল বৃহস্পতিবার আদালতে অভিযোগপত্র দাখিল করে।

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

‘ত্রুটিপূর্ণ হলফনামা’ দিয়েও বৈধ হলেন বিএনপির প্রার্থী

পদ্মার চরে দুই মাসের মাথায় আবারও দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাজশাহীতে মিনু-মুজিবুরের মনোনয়ন বৈধ

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে