হোম > সারা দেশ > নাটোর

নাটোরে পৃথক স্থানে পুরোহিত ও আনসার সদস্যের মৃত্যু

নাটোর প্রতিনিধি

নাটোর সদরের তেবাড়িয়ায় বিজয়া দশমীর পূজা অর্চনার সময় মস্তিষ্কে রক্তক্ষরণে পুরোহিত এবং নলডাঙ্গায় দায়িত্বরত অবস্থায় হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আনসার সদস্যের মৃত্যু হয়েছে।

আজ বুধবার দুপুর ১২টায় দিকে পৃথক স্থানে ওই দুজন মারা যান।

মৃত দুজন হলেন পৌর এলাকার তেবাড়িয়া পালপাড়া সর্বজনীন দুর্গামণ্ডপের পুরোহিত বিশ্বনাথ চক্রবর্তী (৬৫) ও নলডাঙ্গা উপজেলার মাধনগর ভট্টপাড়া গ্রামের আলাউদ্দিন আলী (৫৯)।

আলাউদ্দিন মাধনগরের আচরাখালী আনন্দময়ী কালীমন্দিরে আনসার সদস্য হিসেবে কর্তব্যরত ছিলেন। অপরদিকে পুরোহিত বিশ্বনাথ চক্রবর্তী নওগাঁ জেলার পাথরঘাটা এলাকার বাসিন্দা। তিনি পুলিশ সদস্য ছেলে পার্থ চক্রবর্তীর সঙ্গে নাটোর শহরের হরিশপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

নাটোর জেলা আনসার অ্যাডজুট্যান্ট শফিকুল আলম জানান, গত রাত সাড়ে ৩টার দিকে আচরাখালী আনন্দময়ী কালীমন্দিরে আনসার সদস্য হিসেবে কর্তব্যরত আলাউদ্দিন আলী হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। রাতেই তাঁকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর ১২টার দিকে তিনি মারা যান। পরিবারের কাছে তাঁর মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

অপরদিকে পালপাড়া সর্বজনীন দুর্গামণ্ডপের সাধারণ সম্পাদক অমল সেন জানান, বুধবার সাড়ে ১১টার পর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তেবাড়িয়া হাটের পাশে পালপাড়া সর্বজনীন দুর্গামণ্ডপের পুরোহিত বিশ্বনাথ চক্রবর্তী পূজা করে বাড়ি ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় মন্দির কমিটির লোকজন তাঁকে নাটোর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ