রাজশাহীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ঋত্বিক চলচ্চিত্র উৎসব। প্রখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটকের ৯৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে এ উৎসবের আয়োজন করা হয়েছে। ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি ১১ তম এ উৎসবের আয়োজন করেছে।
আজ শনিবার বিকেল সাড়ে চারটার দিকে রাজশাহী নগরীর মিয়াপাড়ায় ঋত্বিকের পৈতৃক ভিটায় (রাজশাহী হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল) প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক রাকিবুল হাসান, শামীম আখতার, ভারতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব অমিতাভ ঘোষ ও চলচ্চিত্র নির্মাতা মধু জানার্দানকে ঋত্বিক সম্মাননা পদক দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ডা. এফএমএ জাহিদ। সংগঠনটির সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মাসুদ সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে ‘একাদশ ঋত্বিক সম্মাননা পদক ও চলচ্চিত্র উৎসব-২০২৩’ এর স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে নাট্যকার আহসান কবীর লিটনের লেখা নৃত্যালেখ্য ‘অযান্ত্রিক’ পরিবেশন করে সাংস্কৃতিক সংগঠন ধ্রুপদালোক-রাজশাহী। এ ছাড়া ঋত্বিক কুমার ঘটক পরিচালিত চলচ্চিত্র ‘দুর্বার গতি পদ্মা’ প্রদর্শিত হয়।
উৎসবের তৃতীয় দিন ৬ নভেম্বর (সোমবার) একই স্থানে একই সময়ে লায়েক আহমেদ পবনের ‘২ এক্স২ ’, ফুয়াদুজামান ফুয়াদের ‘তবে কি পলায়নই মঙ্গল?’ , ইফাত ওয়াসিমার ‘ক্লাস ফ্রেন্ড’, জীবন শাহাদতের ‘নেমপ্লেট’, নান্নু মাহমুদের ‘বাঁধ’, সীমান্ত সজলের ‘শিকল ভাঙার গান’, গোলাম রাব্বানীর ‘মিরাক্যাল ইন হ্যাভেন’ ও লাবনী আশরাফির ‘পরবাসী’ চলচ্চিত্র প্রদর্শিত হবে।