হোম > সারা দেশ > রাজশাহী

ভারতে ঘাস খেতে যাওয়া ৫৮ গরু ফিরিয়ে মালিকদের দিল বিজিবি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী সীমান্ত দিয়ে চরতে চরতে ভারতে ঢুকে পড়া ৫৮টি গরু ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে গরুগুলো ফিরিয়ে আনা হয়। আজ শনিবার গরুগুলো মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

গতকাল শুক্রবার বিকেলে রাজশাহীর চর খিদিরপুর সীমান্ত ফাঁড়ির সীমান্ত পিলার-১৫৯ /৪-এস-এর পাশ দিয়ে বাংলাদেশিদের ৫৮টি গরু ঘাস খেতে খেতে ভারতের ৫০০ গজ ভেতরে ঢুকে যায়। এ সময় ১১৭ বিএসএফ ব্যাটালিয়নের রাজানগর ক্যাম্পের টহল দল গরুগুলো ধরে নিয়ে যায়। এ নিয়ে সেদিনই বিকেলে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হয়। 

আজ বিকেলে বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ জানান, পতাকা বৈঠক শেষে রাতে বিএসএফ গরুগুলো বিজিবির কাছে ফেরত দেয়। আজ গরুগুলো মালিকদের বুঝিয়ে দেওয়া হয়। এ সময় বিজিবির ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, হরিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চু, ৮ নম্বর ওয়ার্ড সদস্য গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন। 

ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, ‘নিরাপদ দূরত্ব বজায় রেখে গরু চরানোর বিষয়ে রাখালদের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়েছে। এ ছাড়া ভবিষ্যতে যাতে বাংলাদেশি নাগরিকদের গবাদিপশু ভারতের অভ্যন্তরে প্রবেশ না করে সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আরও সতর্ক হওয়ার জন্য বিজিবির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।’

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী