হোম > সারা দেশ > রাজশাহী

রাসিক কর্মকর্তা-কর্মচারীদের ভোটের প্রচারণায় অংশ না নেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

নির্বাচনে অংশ নিতে পদত্যাগের পর নগর ভবন ছেড়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সদ্য সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। তবে সিটি করপোরেশনের কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলরদের ভোটে অংশ নেওয়ার জন্য পদত্যাগ করতে হয়নি। নির্বাচনের কাজে অনেকেই সিটি করপোরেশনের ওয়ার্ড কার্যালয় ব্যবহার করছেন। শুধু তা-ই নয়, ওয়ার্ড কার্যালয়ের কর্মচারীদেরও নির্বাচনী প্রচারের কাজে লাগানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এ অবস্থায় নির্বাচনী কাজে ওয়ার্ড কার্যালয় ব্যবহার না করা এবং কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনের প্রচারের সঙ্গে সম্পৃক্ত না করার জন্য নির্দেশনা জারি করেছে সিটি করপোরেশন। গতকাল রোববার সিটি করপোরেশনের সচিব মো. মশিউর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়।

চিঠিতে বলা হয়েছে, যেকোনো নির্বাচনী প্রার্থী রাসিকের ওয়ার্ড কার্যালয় বা করপোরেশনের জনবল, সম্পদ ব্যবহার নির্বাচনী আচরণের সঙ্গে যেমন সাংঘর্ষিক, তেমনি দাপ্তরিক শৃঙ্খলার পরিপন্থী। তাই সিটি করপোরেশনের সব বিভাগ বা শাখাপ্রধান ও ওয়ার্ড কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা কোনোভাবেই যেন আসন্ন নির্বাচনী কার্যক্রমে অংশ না নেন।

এ বিষয়ে সচিব মো. মশিউর রহমান বলেন, ‘বিভিন্ন গণমাধ্যম ও যোগাযোগমাধ্যমে বিষয়টি জানতে পেরেছি সিটি করপোরেশনের জনবল এবং ওয়ার্ড কার্যালয় আসন্ন সিটি নির্বাচনে অংশ নেওয়া কোনো কোনো প্রার্থীর পক্ষে কাজ করছে। তাই নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে কর্মকর্তা-কর্মচারী যেন নির্বাচনী প্রচারণায় অংশ না নেন।’

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার