হোম > সারা দেশ > রাজশাহী

রাসিক কর্মকর্তা-কর্মচারীদের ভোটের প্রচারণায় অংশ না নেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

নির্বাচনে অংশ নিতে পদত্যাগের পর নগর ভবন ছেড়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সদ্য সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। তবে সিটি করপোরেশনের কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলরদের ভোটে অংশ নেওয়ার জন্য পদত্যাগ করতে হয়নি। নির্বাচনের কাজে অনেকেই সিটি করপোরেশনের ওয়ার্ড কার্যালয় ব্যবহার করছেন। শুধু তা-ই নয়, ওয়ার্ড কার্যালয়ের কর্মচারীদেরও নির্বাচনী প্রচারের কাজে লাগানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এ অবস্থায় নির্বাচনী কাজে ওয়ার্ড কার্যালয় ব্যবহার না করা এবং কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনের প্রচারের সঙ্গে সম্পৃক্ত না করার জন্য নির্দেশনা জারি করেছে সিটি করপোরেশন। গতকাল রোববার সিটি করপোরেশনের সচিব মো. মশিউর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়।

চিঠিতে বলা হয়েছে, যেকোনো নির্বাচনী প্রার্থী রাসিকের ওয়ার্ড কার্যালয় বা করপোরেশনের জনবল, সম্পদ ব্যবহার নির্বাচনী আচরণের সঙ্গে যেমন সাংঘর্ষিক, তেমনি দাপ্তরিক শৃঙ্খলার পরিপন্থী। তাই সিটি করপোরেশনের সব বিভাগ বা শাখাপ্রধান ও ওয়ার্ড কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা কোনোভাবেই যেন আসন্ন নির্বাচনী কার্যক্রমে অংশ না নেন।

এ বিষয়ে সচিব মো. মশিউর রহমান বলেন, ‘বিভিন্ন গণমাধ্যম ও যোগাযোগমাধ্যমে বিষয়টি জানতে পেরেছি সিটি করপোরেশনের জনবল এবং ওয়ার্ড কার্যালয় আসন্ন সিটি নির্বাচনে অংশ নেওয়া কোনো কোনো প্রার্থীর পক্ষে কাজ করছে। তাই নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে কর্মকর্তা-কর্মচারী যেন নির্বাচনী প্রচারণায় অংশ না নেন।’

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল