হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় বৈদ্যুতিক মিটার চুরি করে চিরকুটে টাকা দাবি, গ্রেপ্তার ২

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় বৈদ্যুতিক মিটার চুরি করে তা ফেরত দেওয়ার জন্য চিরকুট লিখে টাকা দাবি করা চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গতকাল মঙ্গলবার রাতে বগুড়ার কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের বিবিরপুকুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে রড কাটার লোহার কাঁচি ও মোবাইল ফোন নম্বরসহ ছয়টি চিরকুট উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন—কাহালু উপজেলার শিলকহর গ্রামের সাজু মণ্ডল (৪০) এবং একই উপজেলার নহরাপাড়ার ওমর ফারুক (২১)। র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১১ জানুয়ারি কাহালুর নারহট্ট এলাকায় বেলালুর রহমানের গভীর নলকূপের সঙ্গে থাকা একটি বৈদ্যুতিক মিটার চুরি করে টাকা দাবি করা হয়। ওই ঘটনায় তিনি কাহালু থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

ওই অভিযোগের সূত্র ধরে র‌্যাব সদস্যরা এই চক্রকে ধরতে মাঠে নামে। একপর্যায়ে তাদের পরিচয় নিশ্চিত হলে গতকাল রাত ৯টার দিকে অভিযান চালানো হয়। এ সময় কাহালুর বিবিরপুকুর এলাকা থেকে চক্রের ওই দুজন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি রড কাটার লোহার কাঁচি ও মোবাইল ফোন নম্বরসংবলিত ৬টি চিরকুট উদ্ধার করা হয়।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুজন দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক মিটার চুরির সঙ্গে জড়িত বলে স্বীকার করেন। তাঁরা চুরি করা মিটার ফেরত দেওয়ার কথা বলে চিরকুট লিখে টাকা দাবি করতেন। এ জন্য তাঁরা একাধিক সিম কার্ড ব্যবহার করে টাকা আদায় করত। গ্রেপ্তার ওই দুজনকে কাহালু থানায় হস্তান্তর করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত