হোম > সারা দেশ > রাজশাহী

বিভাগীয় পর্যায়ে ৮০০ মিটার দৌড়ে বাঘার রুকাইয়ার প্রথম স্থান অর্জন

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 

শেখ কামাল আন্ত স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩ এর ৮০০ মিটার দৌড়ে রাজশাহী বিভাগীয় পর্যায়ে প্রথম হয়েছে রুকাইয়া আক্তার। গতকাল বুধবার রাজশাহী শারীরিক শিক্ষা কলেজ মাঠে প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সে। 

জানা গেছে, রুকাইয়া আক্তার রাজশাহীর বাঘা উপজেলার রুস্তমপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। সে ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে। পরে বুধবার রাজশাহী শারীরিক শিক্ষা কলেজ মাঠে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে খেলায় গৌরব অর্জন করে।

রুকাইয়া আক্তার উপজেলার রুস্তমপুর এলাকার জোতরঘু গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। 

রুকাইয়ার বাবা শহিদুল ইসলাম বলেন, ‘মেয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে। সে বিভিন্ন সময়ে খেলাধুলা করে অনেক পুরস্কার লাভ করেছে। আমার সামর্থ্য থাকলে বড় খেলোয়াড় বানাতাম তাকে।’ 

উপজেলা রুস্তমপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আল হেলাল কনক বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত। তার খেলাধুলার প্রতি সব সময় দারুণ আগ্রহ। রুকাইয়া আক্তার আর্থিক সহযোগিতা পেলে আরও অনেক দূর যাবে। তার সাফল্য কামনা করছি। সে আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় হবে এই দোয়া করি।’ 

রুকাইয়া আক্তার বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার আজ বৃহস্পতিবার তাঁর কার্যালয়ে ডেকে সংবর্ধিত করেন। 

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী