হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে ভরাট হয়ে গেছে ৯৭ ভাগ পুকুর

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

এক দশক আগেও রাজশাহী শহরে পুকুর ছিল এক হাজারেরও বেশি। এখন তা কমে দুইশোর নিচে নেমেছে। শহরের ৯৭ ভাগ পুকুরই ভরাট হয়ে গেছে। পুকুরের জায়গায় গড়ে উঠছে ভবন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) এক মতবিনিময় সভায় এ তথ্য উঠে এসেছে। 

আজ বুধবার সকালে রাজশাহী নগরীর একটি হোটেলের সম্মেলন কক্ষে ‘অস্তিত্ব সংকটে রাজশাহী নগরীর পুকুর/জলাশয়ঃ পুনরুদ্ধার ও সংরক্ষণে করণীয়’ শীর্ষক এই আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আবদুল জলিল। 

সভায় বক্তারা বলেন, নগরীতে এখন পুকুরের ভরাটের মহোৎসব চলছে। বোয়ালিয়া ভূমি কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০১৪ সালেই শহরে এক হাজারের বেশি পুকুর ছিল। এখন তা কমে দুইশোর নিচে নেমেছে। এখন শহরে কোথাও আগুন লাগলে নেভানোর জন্য আশপাশে পানি পাওয়া যাবে না। ভয়াবহ এক সংকটের মুখে পড়তে যাচ্ছে রাজশাহী নগরী।

তাঁরা বলেন, সরকারি পুকুরগুলোও এখন খুঁজে পাওয়া যায় না। পুকুর ভরাট বন্ধে প্রশাসনের সহায়তা এবং সকলের ঐক্যবদ্ধ প্রয়াস থাকতে হবে। পানির আঁধার রাখতে হবে। কারণ এখন দেশের গড় বৃষ্টিপাতের অর্ধেকও রাজশাহীতে হয় না। আবার ভূ-গর্ভস্থ পানিও নিচে চলে যাচ্ছে। এ অবস্থায় পুকুর ও জলাশয় সংরক্ষণের কোনো বিকল্প নেই। 

সভায় সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটির (সনাক) রাজশাহীর সভাপতি ড. দীপকেন্দ্র নাথ দাস। বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের সচিব মশিউর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. রেদওয়ানুর রহমান, পরিবেশ অধিদপ্তরের রাজশাহীর সহকারী পরিচালক কবির হোসেন প্রমুখ

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার