হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে ভরাট হয়ে গেছে ৯৭ ভাগ পুকুর

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

এক দশক আগেও রাজশাহী শহরে পুকুর ছিল এক হাজারেরও বেশি। এখন তা কমে দুইশোর নিচে নেমেছে। শহরের ৯৭ ভাগ পুকুরই ভরাট হয়ে গেছে। পুকুরের জায়গায় গড়ে উঠছে ভবন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) এক মতবিনিময় সভায় এ তথ্য উঠে এসেছে। 

আজ বুধবার সকালে রাজশাহী নগরীর একটি হোটেলের সম্মেলন কক্ষে ‘অস্তিত্ব সংকটে রাজশাহী নগরীর পুকুর/জলাশয়ঃ পুনরুদ্ধার ও সংরক্ষণে করণীয়’ শীর্ষক এই আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আবদুল জলিল। 

সভায় বক্তারা বলেন, নগরীতে এখন পুকুরের ভরাটের মহোৎসব চলছে। বোয়ালিয়া ভূমি কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০১৪ সালেই শহরে এক হাজারের বেশি পুকুর ছিল। এখন তা কমে দুইশোর নিচে নেমেছে। এখন শহরে কোথাও আগুন লাগলে নেভানোর জন্য আশপাশে পানি পাওয়া যাবে না। ভয়াবহ এক সংকটের মুখে পড়তে যাচ্ছে রাজশাহী নগরী।

তাঁরা বলেন, সরকারি পুকুরগুলোও এখন খুঁজে পাওয়া যায় না। পুকুর ভরাট বন্ধে প্রশাসনের সহায়তা এবং সকলের ঐক্যবদ্ধ প্রয়াস থাকতে হবে। পানির আঁধার রাখতে হবে। কারণ এখন দেশের গড় বৃষ্টিপাতের অর্ধেকও রাজশাহীতে হয় না। আবার ভূ-গর্ভস্থ পানিও নিচে চলে যাচ্ছে। এ অবস্থায় পুকুর ও জলাশয় সংরক্ষণের কোনো বিকল্প নেই। 

সভায় সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটির (সনাক) রাজশাহীর সভাপতি ড. দীপকেন্দ্র নাথ দাস। বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের সচিব মশিউর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. রেদওয়ানুর রহমান, পরিবেশ অধিদপ্তরের রাজশাহীর সহকারী পরিচালক কবির হোসেন প্রমুখ

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার