হোম > সারা দেশ > রাজশাহী

মাদক মামলায় সাজাপ্রাপ্ত নারী আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক নারী আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে র‍্যাব-৪ এর সহায়তায় র‍্যাব-৫ এর রাজশাহীর সদস্যরা ঢাকার আশুলিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করেন। আজ শুক্রবার দুপুরে র‍্যাব-৫ এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

সাজাপ্রাপ্ত নারীর নাম কুলসুম বেগম (৩৮)। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা দেওয়ানপাড়া গ্রামের বাসিন্দা তিনি। দীর্ঘদিন ধরে তিনি ঢাকায় গিয়ে আত্মগোপনে ছিলেন। 

র‍্যাব জানায়, ২০১৪ সালের মে মাসে রাজশাহীর পবা থানা এলাকায় মাদকদ্রব্যসহ গ্রেপ্তার হয়েছিলেন কুলসুম। এ নিয়ে তাঁর বিরুদ্ধে মামলা হয়। পরে জামিনে কারাগার থেকে বেরিয়ে কুলসুম আত্মগোপনে চলে যান। পরবর্তীতে আসামির অনুপস্থিতিতেই আদালত রায় ঘোষণা করেন। 

রায়ে আদালত কুলসুমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব সদস্যরা এই আসামিকে গ্রেপ্তার করে। ঢাকা থেকে আনার পর কুলসুমকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক