হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থীর জরিমানা

বগুড়া প্রতিনিধি

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বগুড়া–৬ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দের ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার রাত ৮টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসিম রেজা এ দণ্ডাদেশ দেন। 

বগুড়া শহরের নামাজগড় এলাকায় আব্দুল মান্নানের বাসভবন সংলগ্ন তার মালিকানাধীন ‘শুকরা কমিউনিটি সেন্টারে’ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আব্দুল মান্নান আকন্দ বাসায় ছিলেন না। তাঁর স্ত্রী মনোয়ারা বেগম জরিমানার টাকা পরিশোধ করেছেন। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুকরা কমিউনিটি সেন্টারের সামনে একটি এলইডি ডিসপ্লে সাইন রয়েছে। ডিজিটাল ওই ডিসপ্লেতে আব্দুল মান্নান আকন্দের একটি নির্বাচনী পোস্টার লাগানো ছিল। এ অপরাধে শুক্রবার রাত ৮টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

এ বিষয়ে বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আফসানা ইয়াসমিন আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ওই প্রার্থীকে জরিমানা করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে নিয়োজিত ম্যাজিস্ট্রেট নাসিম রেজা ওই অভিযান পরিচালনা করেন।’ 

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার