হোম > সারা দেশ > রাজশাহী

কবুতর খুঁজতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর বাঘায় বিদ্যুতায়িত হয়ে বিবেক কুমার (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা আড়ানি পৌর বাজারের পূর্ব পাশে আড়ানি মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত বিবেক কুমার আড়ানি পৌর মাছবাজার এলাকার সুইপার সুবাস কুমারের ছেলে এবং আড়ানি সরকারি মনোমোহিনী উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে বিবেক নিজ বাড়িতে কবুতর পালন করত। আজ সকালে কবুতরগুলো খাঁচা থেকে ছেড়ে দেয় সে। পরে কবুতরগুলোর মধ্যে দুটি খুঁজে পাচ্ছিল না। তাই খোঁজাখুঁজি করতে থাকে বিবেক। একপর্যায়ে আড়ানি পৌর বাজারের পূর্ব পাশে আড়ানি মাস্টারপাড়া এলাকায় আপেল মাহমুদের বাড়ির পাশে বিদ্যুতের তারে কবুতরগুলো বসে থাকতে দেখে। এ সময় বিবেক আপেল মাহমুদের বাড়ির ছাদের ওপরে উঠে বিদ্যুতের তারে বসা কবুতর ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রাস্তায় পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। 

এ বিষয়ে বিবেকের বাবা সুবাস কুমার বলেন, ‘আজ সকালে আমার ছেলে কবুতরগুলোকে খেতে দেয়। কিছুক্ষণ পরে দুটি কবুতর দেখতে না পেয়ে সে খোঁজাখুঁজি শুরু করে। এ সময় আড়ানি মাস্টারপাড়ায় বিদ্যুতের তারের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে রাস্তায় পড়ে মারা যায় সে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, এ বিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার