হোম > সারা দেশ > রাজশাহী

দম্পতিকে নির্যাতনের ঘটনায় যুবদল নেতা গ্রেপ্তার

প্রতিনিধি, রাজশাহী

নওগাঁর মহাদেবপুরে টর্চার সেলে মিঠুন চৌধুরী (২৭) ও তাঁর স্ত্রী শ্যামলী রাণীকে (২৫) মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনার প্রধান অভিযুক্ত রুহুল আমিনকে (৩৪) গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারের সময় রুহুলের কাছ থেকে কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে রাজশাহী নগরীর আজির মোড় এলাকার শ্বশুর বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব। 

র‍্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন রুহুল। তাঁকে গ্রেপ্তার করতে র‍্যাব তৎপর ছিলো। শ্বশুরবাড়িতে আসার খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে মহাদেবপুর থানা-পুলিশে হস্তান্তর করা হয়েছে। রুহুল মহাদেবপুরের দক্ষিণ হোসেনপুর গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে এবং উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য। 

তিনি জানান, অভিযুক্ত রুহুল আমিন ওই দম্পতির নার্সারি থেকে বিভিন্ন জাতের চারাগাছ কিনতেন। গত ১৫ আগস্ট সকালে রুহুল তার কাজ করার জন্য পত্নীতলার মিঠুনকে ডেকে নিজের বয়লারের সামনে টর্চার সেলে নেন। সেখানে তাকে আটকে রেখে মুক্তিপণ দাবি করেন। তিন দিন সেখানে আটকে রেখে মুক্তিপণের টাকা না পেয়ে ধারালো অস্ত্র দিয়ে মিঠুনের পায়ের রগ কেটে দেন। এ ছাড়া হাতুড়ি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। 

উল্লেখ্য, গত ১৭ আগস্ট মিঠুনের খোঁজে তাঁর স্ত্রী শ্যামলী রাণী রুহুল আমিনের বয়লারে যান। সেখানে রুহুল আমিন ও তাঁর দুই স্ত্রী শ্যামলীকে মারপিট করে মাথার চুল কেটে দেন। খবর পেয়ে পুলিশ শ্যামলী ও তাঁর স্বামীকে রুহুলের টর্চার সেল থেকে উদ্ধার করেন। নির্যাতনের শিকার শ্যামলী থানায় মামলা করলে পুলিশ রুহুল আমিনের দুই স্ত্রী রুবাইয়া আকতার বৃষ্টি (২২) ও মুক্তা পারভীনকে (২১) গ্রেপ্তার করে। এ সময় র‍্যাব রুহুলের প্রাইভেট কার ও নির্যাতনের শিকার মিঠুনের স্বাক্ষরিত ফাঁকা স্ট্যাম্প জব্দ করেন। তবে পলাতক ছিলেন প্রধান অভিযুক্ত রুহুল। 

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম