হোম > সারা দেশ > রাজশাহী

রাবির বাংলা বিভাগ অ্যালামনাইয়ের সভাপতি জামিল, সম্পাদক শহীদ ইকবাল

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগ অ্যালামনাইয়ের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী জামিল রায়হান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শহীদ ইকবাল। রোববার (১ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ ও ২৩ ডিসেম্বর বাংলা বিভাগের চতুর্থ দ্বিবার্ষিক সম্মিলন অনুষ্ঠিত হয়। সম্মিলনের দ্বিতীয় দিন প্রত্যক্ষ ভোটে দুই বছর মেয়াদি সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ নির্বাচিত হন। ওই দিন কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন বিভাগের ২৪তম ব্যাচের শিক্ষার্থী ব্রাইনির ইসলাম। 

সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক রোববার সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে সহসভাপতি হিসেবে রয়েছেন মাহমুদ হাসান, তারিক-উল ইসলাম, অধ্যাপক মিজানুর রহমান খান, মোস্তফা আবু সাঈদ ও গোলাম মোস্তফা জিন্নাহ। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন তুহিন আব্বাসী ও রবিউল ইসলাম রবি, সহসম্পাদক হিসেবে রয়েছেন জিন্নাতুল ইসলাম, এস এম সাইদুল আম্বিয়া ও রাকিবুজ্জামান সুজন, সহকারী কোষাধ্যক্ষ পদে রাখা হয়েছে ফারজানা আক্তার মাধুরীকে ৷ 

নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন আহম্মাদুল কবীর, আজিজুর রহমান দিপু ও ফাহমিদা পলি, সাহিত্য সম্পাদক হিসেবে রয়েছেন সৈয়দ তৌফিক জুহরী, সংস্কৃতি সম্পাদক শিখা সরকার, দপ্তর সম্পাদক আলমাস মল্লিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে রয়েছেন ইকবাল হোসেন এবং উপপ্রচার সম্পাদক শিবলী সিহাব। এ ছাড়া কমিটিতে ২৬ জনকে কার্যকরী সদস্য হিসেবে রাখা হয়েছে। 

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক