হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে নৌকার নির্বাচনী অফিস ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে নৌকা প্রতীকের একটি নির্বাচনী অফিস ভাঙচুর চালিয়ে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে শিবগঞ্জের দাইপুখুরিয়া ইউনিয়নের কাশিয়াবাড়ী দোহাপাড়ায়। 

দাইপুখুরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ওই ওয়ার্ডের নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম লালু বলেন, ডেকোরেটর থেকে মালামাল এনে মঙ্গলবার নৌকা প্রতীকের একটি অফিস বানানো হয়। সেখানে চেয়ার, টেবিলসহ অন্যান্য প্রচারসামগ্রী ছিল। রাত ২টার পর দুর্বৃত্তরা অফিসটি ভাঙচুর করে সমস্ত মালামাল লুটপাট করে নিয়ে যায়। অফিসটি আজকে বুধবার সকালে উদ্বোধন হওয়ার কথা ছিল। 

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল বলেন, ‘আমার নির্বাচনী অফিস ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। বিষয়টি ইতিমধ্যে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ প্রশাসনকে জানিয়েছি। যারা আমার অফিসে ভেঙে লুটপাট করেছে, তদন্ত করে তাদের বিচার দাবি করছি।’ 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, নৌকার একটি অফিস ক্ষতিগ্রস্ত করে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ তদন্ত করছে। যারা এই ভাঙচুর ও লুটপাটের সঙ্গে জড়িত, সবাইকে আইনের আওতায় আনা হবে। 

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ এফ এম আবু সুফিয়ান বলেন, নৌকার নির্বাচনী অফিস ভাঙচুরের বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী