বিএনপি ছেড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদানের এক দিন পরই তা অস্বীকার করেছেন শাহ আলম পান্না। আজ মঙ্গলবার বিকেলে শেরপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি ইসলামী আন্দোলনে যোগদান করেননি বলে দাবি করেন। এ সময় শহর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।
চার দশকের বেশি সময় ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত শাহ আলম পান্না গত রোববার রাতে আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন। সেই রাতে বগুড়ার শেরপুরের মহিপুর খেলার মাঠে ইসলামী আন্দোলনের এক ওয়াজ মাহফিলে তিনি দলটিতে যোগদানের ঘোষণা দেন। এর আগে তিনি দলটির সদস্য ফরম পূরণ করেন। কিন্তু এক দিন পরই তিনি তা অস্বীকার করলেন।
আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে শাহ আলম পান্না বলেন, ‘আমি বিভিন্ন পত্রিকা থেকে জানতে পারলাম, আমি নাকি বিএনপি থেকে পদত্যাগ করে ইসলামী আন্দোলনে যোগ দিয়েছি। বহুদিন আগে থেকেই ইসলামী আন্দোলনের কার্যক্রম আমাকে আকৃষ্ট করে। তাদের দাওয়াত পেয়ে আমি ওয়াজ মাহফিলে গিয়েছিলাম। কিন্তু আমি বিএনপি থেকে পদত্যাগ করে তাদের দলে যোগ দিয়েছি, এ কথা সেখানে বলিনি। আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য অনেকে মিথ্যা প্রচার করেছেন।’
শাহ আলম পান্নার এই বক্তব্যকে অনাকাঙ্ক্ষিত আখ্যা দিয়েছেন ইসলামী আন্দোলনের শেরপুর উপজেলার সহসভাপতি মো. ইমরান খান। তিনি বলেন, ‘আমাদের দলে যোগদানের বিষয়ে শাহ আলমের সঙ্গে অনেক দিন ধরেই আলোচনা চলছিল। অবশেষে গত রোববার আমাদের দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের উপস্থিতিতে সদস্য ফরম পূরণ করেন। পরে ওয়াজ মাহফিলে তিনি হাজার হাজার মানুষের সামনে আজীবন ইসলামী আন্দোলনের সঙ্গে থাকার অঙ্গীকার করেন। ২২ মে তাঁকে গণসংবর্ধনা দেওয়ার কথা আছে। হয়তো তিনি পারিবারিক ও পারিপার্শ্বিক চাপে এখন এ ধরনের বক্তব্য দিচ্ছেন।’