হোম > সারা দেশ > রাজশাহী

রাবির বাংলা বিভাগে ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগে সপ্তাহ ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু হয়েছে। আজ রোববার বিকেলে বিভাগের সেমিনার কক্ষে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শহীদ ইকবাল। 

বিভাগ সূত্রে জানা যায়, বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সপ্তাহ ব্যাপী এই প্রতিযোগিতার প্রথম পর্যায়ে অনুষ্ঠিত হবে আন্তকক্ষ ক্রীড়া। ক্রীড়া প্রতিযোগিতায় রয়েছে লুডু একক ও দ্বৈত, ক্যারাম একক ও দ্বৈত, তাস, উনোকার্ড, ঝুড়িতে বল নিক্ষেপ ও দাবা। প্রতিযোগিতার প্রথম দিনে ছেলে এবং মেয়েদের একক ও দ্বৈত লুডু, উনোকার্ড ও বল নিক্ষেপ, তাস খেলা অনুষ্ঠিত হবে। 

ক্রীড়া প্রতিযোগিতার পর অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক প্রতিযোগিতা। সেখানে রয়েছে রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, আধুনিক গান, দেশাত্মবোধক গান, একক ও যৌথ নৃত্য এবং কবিতা আবৃত্তি। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগের ক্রীড়া উপদেষ্টা সহযোগী অধ্যাপক গৌতম দত্তের সঞ্চালনায় বক্তব্য দেন বিভাগের সাংস্কৃতিক উপদেষ্টা সহযোগী অধ্যাপক তানিয়া তাহমিনা সরকার। প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন এম. এ. বর্ষের শিক্ষার্থী হুমায়ন কবীর শান্ত। 

উদ্বোধকের বক্তব্যে বিভাগের সভাপতি অধ্যাপক শহীদ ইকবাল বলেন, ‘আমরা মূলত শিক্ষার্থীদের জন্যই এই প্রতিযোগিতা আয়োজন করেছি। এতে শিক্ষার্থীরা যেমন সুন্দর একটা সময় পার করবেন তেমনি বিভাগের সব বর্ষের শিক্ষার্থীদের মধ্যে একটা ভালো পারস্পরিক সম্পর্ক তৈরি হবে।’ প্রতিযোগিতাটি সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য তিনি শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী