হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহী নগর বিএনপির ৭ থানার আহ্বায়ক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মহানগর বিএনপির সাতটি সাংগঠনিক থানার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা ও সদস্যসচিব মামুন অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নগরের বোয়ালিয়া থানার (পশ্চিম) আহ্বায়ক শামসুল হোসেন মিলু, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার খন্দকার নয়ন ও সদস্যসচিব হিসেবে বজলুজ্জামান মোহনের নাম ঘোষণা করা হয়েছে। বোয়ালিয়া থানার (পূর্ব) আহ্বায়ক আশরাফুল ইসলাম নিপু, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খোরশেদুল আলম রিংকু ও সদস্যসচিব হিসেবে আলাউদ্দিনের নাম ঘোষণা করা হয়েছে।

রাজপাড়া থানার আহ্বায়ক মিজানুর রহমান মিজান, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বাবলু ও সদস্যসচিব হিসেবে আমিনুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে। শাহ মখদুম থানার আহ্বায়ক জিল্লুর রহমান, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার ও সদস্যসচিব হিসেবে নাসিম খানের নাম ঘোষণা করা হয়েছে।

মতিহার থানার আহ্বায়ক একরাম আলী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মানিক ও সদস্যসচিব হিসেবে আল মামুন বাবুর নাম ঘোষণা করা হয়েছে। কাশিয়াডাঙ্গা থানার আহ্বায়ক মাইনুল ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক টিপু সুলতান ও সদস্যসচিব হিসেবে মজিউল আহসান হিমেলের নাম ঘোষণা করা হয়েছে। এ ছাড়া চন্দ্রিমা থানার আহ্বায়ক ফাইজুল হক ফাহি, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রঞ্জু ও সদস্যসচিব মনিরুল ইসলাম জনি।

এ বিষয়ে নগর বিএনপির সদস্যসচিব মামুন অর রশিদ আজকের পত্রিকাকে বলেন, সাতটি সাংগঠনিক থানার আহ্বায়ক কমিটির আংশিক নাম ঘোষণা করা হয়েছে। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে রাজশাহী মহানগর বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী এবং আরও গতিশীল করার জন্যই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী