কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে উপজেলার হালুয়াকান্দি সম্মিলিত ঈদগাহ মাঠের পশ্চিম পাশে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়।
কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন মাস্টার আজকের পত্রিকাকে বলেন, অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনার স্থলে পুলিশ এসেছে। লাশ উদ্ধারের পর মর্গে পাঠানো হবে। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।