হোম > সারা দেশ > রাজশাহী

রাবিতে পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফেসবুকে

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের মাস্টার্স-২০২০ এর চলমান পরীক্ষার একটি কোর্সের (এফএমএমসি-৬৪১) প্রশ্নপত্র ফাঁস হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্টোরিতে এই প্রশ্নপত্র শেয়ার করেছেন ওই বিভাগের শিক্ষক ইসতিয়াক হোসাইন। গত ১২ ফেব্রুয়ারি (শনিবার) এই প্রশ্ন ফাঁসের ঘটনাটি ঘটে। এ ঘটনায় আসন্ন পরীক্ষাটি স্থগিত করা হয়েছে।

পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করে বিভাগের সভাপতি অধ্যাপক মনজুরুল আলম বলেন, এ বিষয়ে পরীক্ষা কমিটির চেয়ারম্যান যা করার করবে। তবে পরীক্ষা প্রশ্নপত্র শিক্ষকের ফোনে নেওয়াটা উচিত নয়। এটি নৈতিকতা বহির্ভূত।

এ বিষয়ে পরীক্ষা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মণ্ডল বলেন, ‘বিষয়টি নিয়ে আমি তাঁর সঙ্গে কথা বলেছি। বিষয়টি অনিচ্ছাকৃতভাবে হয়েছে বলে তিনি জানিয়েছেন। এ ঘটনায় আমরা সেই প্রশ্নপত্র বাতিল করে পরীক্ষা স্থগিত করেছি।’

প্রশ্নপত্র মোবাইলে সংরক্ষণের বিষয়ে জানতে চাইলে মোস্তাফিজুর রহমান মণ্ডল বলেন, ‘পরীক্ষার বিষয়গুলো খুবই স্পর্শকাতর। পরীক্ষা সংশ্লিষ্ট বিষয়ে গোপনীয়তা রক্ষা করা পরীক্ষা কমিটির দায়িত্ব। তিনি এটা লঙ্ঘন করেছেন। এটা অবশ্যই একটি অপরাধ।’

মোস্তাফিজুর রহমান মণ্ডল বলেন, আগামী ২৭ তারিখ এই পরীক্ষা হওয়ার কথা ছিল। আমরা পরীক্ষা কমিটির সদস্যরা জরুরি মিটিং করে এই প্রশ্নপত্র বাতিল করেছি। আপাতত ওই পরীক্ষা স্থগিত। এরই মধ্যে নতুন করে প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. আলমগীর হোসেন বলেন সরকার বলেন, এ বিষয়ে বিভাগ থেকে অফিশিয়াল আমাদের জানানো হয়নি। এ বিষয়ে বিভাগ থেকে জানানো হলে আমরা ব্যবস্থা গ্রহণ করব।

প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে জানতে অধ্যাপক ইসতিয়াক হোসেনকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার