হোম > সারা দেশ > রাজশাহী

৬ বছর আগে স্নাতকোত্তর শেষ করেও মেলেনি চাকরি, হতাশায় যুবকের আত্মহত্যা 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

স্নাতকোত্তর শেষ করে দীর্ঘ ছয় বছর পার হলেও চাকরি না পাওয়ায় হতাশায় গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন রবিউল ইসলাম (৩০) নামের এক যুবক। গতকাল শনিবার বেলা ৩টার দিকে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হন তিনি। পরে পরিবারের লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান রবিউল।

মৃত রবিউল ইসলাম উল্লাপাড়া পৌর এলাকার কাওয়াক মহল্লার জহুরুল ইসলামের ছেলে।

মৃতের বড় ভাই হাফিজুর রহমান বলেন, ‘আমার ভাই ছোটবেলা থেকেই অনেক মেধাবী ছিল। উল্লাপাড়া আদর্শ উচ্চবিদ্যালয় থেকে ২০০৯ সালে এসএসসিতে বিজ্ঞান বিভাগ নিয়ে জিপিএ-৫ পেয়েছে। ২০১১ সালে এইচএসসিতে উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ থেকে হিসাববিজ্ঞানেও জিপিএ-৫ পায়। ২০১৫ সালে উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ থেকে স্নাতক ও ২০১৬ সালে সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর শেষ করে আমার ভাই। সে প্রাইভেট পড়িয়ে নিজের লেখাপড়ার খরচ চালিয়েছে।’

রবিউলের বাবা জহুরুল ইসলাম জানান, তাঁর ছেলে ভালো ফলাফল করার পরও ছয় বছর যাবৎ কোনো চাকরি পায়নি। এত দিনেও বেকারত্ব রবিউলের পিছু ছাড়েনি। রবিউল বিভিন্ন চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করে, কিন্তু কোথাও তাঁর চাকরি হয়নি। অন্যদিকে তাঁর সরকারি চাকরির বয়স শেষ হওয়ার পথে। হতাশায় কিছুদিন যাবৎ পরিবারের কারও সঙ্গে স্বাভাবিকভাবে কথাবার্তা বলছিল না। তাঁর ছেলে সরকারি চাকরি পাওয়ার যোগ্য হয়েও তাঁকে ডাকা হয়নি বলেও জানান তিনি।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক এমদাদুল হক বলেন, গতকাল সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তবে তিনি বেকারত্বের কারণে আত্মহত্যার করেছেন কি না, তা এখনো জানি না।

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক